আপনি সিনেমা ভক্ত? ফ্যান্টাসি ভাল লাগে? তাহলে লর্ড অব দ্যা রিং অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকা উচিত, আশা করি রয়েছে সেটা। ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি সন্দেহাতীতভাবে এযাবতকালের সেরা মুভি সিরিজের মধ্যে অন্যতম। ব্রিটিশ গ্রন্থকার ও কবি জে. আর. আর. টলকিন রচিত অ্যাডভেঞ্চার উপন্যাস ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ বইটি অনুসারে তৈরি করা হয় এই অপূর্ব তিনটি চলচ্চিত্র। আপনাদের পছন্দের এই সিরিজকে টিভিতে আনবে অ্যামাজন। হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি, জনপ্রিয় এই মুভি সিরিজকে টিভি সিরিজ আকারে মুক্তি পাবে অ্যামাজনের ব্যানারে। শুধু তাই নয় লর্ড অব দ্যা রিং টিভি সিরিজটা হবে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিজ। দ্য হলিউড রিপোর্টারের মতে এর বাজেট এক বিলিয়ন ডলার অতিক্রম করবে। এবং আগামী দুই বছরের মধ্যেই এর প্রোডাকশন শুরু হবে বলে জানা গেছে।
এর আগ পর্যন্ত নেটফ্লিক্সের ‘ক্রাউন’ই সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিজ যার বাজেট ছিল একশ মিলিয়ন ডলার। এছাড়া এন্টারটেইনমেন্ট উইকলির মতে এর গল্প হবে সিনেমার গল্প থেকে ভিন্ন। সিনেমাতে আংটিটা ধংস করার জন্যে যুদ্ধ দেখা যায়। দেখার পালা টিভি সিরিজ কোন গল্প থেকে শুরু করে।
নিউজিল্যান্ডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পিটার জ্যাকসন পরিচালিত তিনটি চলচ্চিত্র; ‘ফেলোশিপ অফ দ্য রিং’, ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য টু টাওয়ার্স’ এবং ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কি’। ২০০১-২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ও পিটার জ্যাকসন পরিচালিত এই চলচ্চিত্রটি ব্যাপক বাণিজ্যিক সফলতা লাভ করে। বিশ্বব্যাপী এর আয় হয় দুই দশমিক এক বিলিয়ন ডলার। একাডেমি পুরস্কার বা অস্কার পাবার ক্ষেত্রেও মুভিটি নতুন রেকর্ড সৃষ্টি করে, সর্বমোট ৩০ বার মনোনয়নসহ ১৭টি পুরস্কারের বিজয়ী হয় কালজয়ী এই চলচ্চিত্রটি। শুধু মাত্র এর শেষ চলচিত্র দ্য রিটার্ন অফ দ্য কিংই এগারোটা অস্কার পুরষ্কার লাভ করে।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট ইউকে