৩-০ গোলে ম্যানসিটিকে ধসিয়ে দিলো লিভারপুল

৩-০ গোলে ম্যানসিটিকে ধসিয়ে দিলো লিভারপুল

লিভারপুল ৩-০ ম্যানচেস্টার সিটি
মো: সালাহ ১২, চ্যাম্বারলিন ২১, সাদিও মানে ৩১

মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্নে জোরালো ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের অল ইংলিশ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যানফিল্ডে সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল।

• প্রথমার্ধ্ব

মোহাম্মদ সালাহ। ক্যারিয়ারের মধ্যগগনে বিচরণ করছেন এই মিসরীয়। লিভারপুলে এসে উড়ছেন, ফর্মের ডানায় বসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছেন অলরেডদেরও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যখন সুযোগ মিলল দলকে এগিয়ে নেবার, সুযোগ হারাবেন কেন? ইউসিএল এর হাইভোল্টেজ নাইটে ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিলেন। কাউন্টার অ্যাটাকে সতীর্থের বাড়ানো বল নিয়ে মিডফিল্ড ধরে এগুনো। পাস দিলেন রবার্তো ফিরমিনোকে, গোলকিপার এডারসন কোনমতে ফেরালেও বল আবার ফিরমিনোর পায়ে। সালাহর দিকে বল বাড়ালেন, ঠান্ডা মাথায় তা লক্ষ্যভেদ করে সিটিকে বেদনায় বিষাক্ত করেন তিনি। প্রথম আক্রমণেই চূড়ান্ত সাফল্য ক্লপ শিষ্যের। ইউসিএলে চলতি সিজনে এটি তার ৭ম গোল, সবমিলিয়ে ৩৮। দলটা ম্যানসিটি, এই সিজনে ইপিএল শিরোপা পকেটে পুড়েছে ইতোমধ্যেই। এক গোল এ আর এমন কি! কিন্তু ২১ মিনিটে তরুণ তুর্কি অ্যালেক্স অক্সালডে চ্যাম্পারলিনের ডি-বক্সের বাইরে থেকে নেয়া বুলেট শটে দুমড়ে যায় সিটিজেনদের আত্নবিশ্বাস। প্রতিপক্ষের হতাশা মানেই নিজেদের ভরসা। সঙ্গে অ্যানফিল্ডের চেনা উঠোন। ৩১ মিনিটে সালাহর ক্রসে সাদিও মানের দারুণ হেডারে গোল ব্যবধান তিনগুন, ফুটো হয় সিটির আশার বেলুন। প্রথমার্ধ্বের পুরোটা সময়ই সিটি রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে সালাহ-চেম্বারনিল-ফিরমিনোরা। সিটির গোলে শট নেয় মোট আটটি, যেখানে সিটিজেনরা মাত্র তিনবার হানা দিতে সক্ষম রেড শিবিরে।

• দ্বিতীয়ার্ধ্ব

দ্বিতীয়ার্ধ্বের মাত্র আট মিনিটেই ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন সালাহ। সালাহ কি একা একাই মাঠ ত্যাগ করেছেন? সাথে করে গোলভাগ্যও নিজের কাছে রেখে দিয়েছেন। দ্বিতীয়ার্ধ্বে স্বরূপে ফিরতে শুরু করেছে সিটি। বল পজেশন থেকে শুরু করে আক্রমণ, সিটি যেন লিগের সেই অপ্রতিরোধ্য রূপে। প্রথমার্ধ্বে মাত্র চারবার গোলে শট নেওয়া সিটি লাস্ট ৪৫ মিনিটে আক্রমণে আক্রমণে ব্যস্ত করে তোলে লিভারপুলকে। ৮৬ মিনিটে লেরোয় সানের একটি গোল বাতিল হয় অফসাইডে। মজা কিংবা দুঃখ যেটাই হোক ১০টি এটেম্পটের বিপরীতে গার্দিওলা বাহিনীর নেই নূন্যতম ইন টার্গেট শটও! আর কেমন যেন ঝিমিয়ে পড়া লিভারপুলও পারেনি তেমন শানিত আক্রমণ রচতে। ফলস্বরুপ, ঝড়োবেগের প্রথম আধঘন্টাই লন্ডনে বিজয় তিলক এঁকে দেয়।

ইত্তিহাদ স্টেডিয়ামে ২য় লেগের নব্বই মিনিট গোটাটাই রয়ে গেছে। আজ বিপক্ষের মাঠে আগ্রাসী শারীরিক ভাষার প্রদর্শনী দেখিয়ে হলুদ কার্ড দেখেছেন হেসুস, ওতামেন্ডি, স্টার্লিংরা। নিজেদের মাঠে ভক্তদের ভালবাসায় ভিজে অলরেডদের জন্যে রেড অ্যালার্টের কেমন ব্যবস্থা সিটি করে তার উত্তর মিলবে আগামী সপ্তাহে। আপাতত, ম্যানচেস্টার সিটির হাতেই উল্টো লাল অশনী ধরিয়ে দিল সালাহ-মানেরা।

ফ্যাক্টস অব ম্যাচ

• ২০১৭/১৮ সিজনে ৯ ম্যাচে লিভারপুলের গোল ৩১টি।
• ‎উয়েফা কম্পিটিশনে ঘরের মাঠে টানা ১৫ ম্যাচ অপরাজিত লিভারপুল। (১০ জয়, ৫ ড্র)।
• ‎টানা ছয় ম্যাচে ক্লিনশীট রাখলো অলরেডরা।
• ‎অ্যানফিল্ডে শেষ ৮ ম্যাচে সালাহ’র গোল ১৩টি।
• ‎চলতি সিজনে ৪৯ ম্যাচ খেলে মাত্র চতুর্থবার ম্যাচে কোন গোল করতে ব্যর্থ ম্যানসিটি।
• ‎নব্বই মিনিটে সিটির নেই কোন অন টার্গেট শট। ২০১৬ সালের ২৬ অক্টোবর ম্যান ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর আর এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়নি তারা।

ম্যান অব দ্য ম্যাচ : ট্রেন্ট-আলেক্সান্দার আর্নল্ড