শেষ মুহুর্তে মেসির গোলে বার্সার নাটকীয় ড্র

শেষ মুহুর্তে মেসির গোলে বার্সার নাটকীয় ড্র

সেভিয়া ২ – ২ বার্সেলোনা

ফ্রাঙ্কো ভাসকুয়েজ (৩৬”)   সুয়ারেজ (৮৮”)

লুইস মুরিয়েল (৫০”)       মেসি (৮৯”)

শেষ মুহুর্তে মেসির গোলে নাটকীয় ড্র করে এ সিজনে লিগে নিজেদের অপরাজয়ের রেকর্ডটি ধরে রাখলো বার্সেলোনা। ম্যাচের শুরুর দিকে নিজেদের মাঠে বেশ ভালোই খেলছিলো সেভিয়া। ৫০ মিনিটের মাঝে ২-০ গোলে লিড নিয়ে তা ম্যাচের ৮৮ পর্যন্ত ধরে রাখলেও শেষ পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের।

প্রথমার্ধ

সেভিয়ার বিপক্ষে ম্যাচের মূল একাদশে মেসিকে রাখেননি বার্সা কোচ ভালভার্দে। ম্যাচের শুরু থেকে বার্সা একাদশে মেসি না থাকাতে যে সেভিয়ার প্লেয়াররা বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলো সেটা ভালোভাবেই উপলব্ধি করা যাচ্ছিলো।

তবে ম্যাচের ৩ মিনিটের মাথায় একটি সহজ সুযোগ মিস করে সুয়ারেজ। কৌতিনহোর বাড়ানো পাস থেকে গোলের সহজ সুযোগ পেলেও ধরা পড়েন সেভিয়া গোলরক্ষক সার্জিও রিকোর হাতে।

ম্যাচের ৯ মিনিটে আবারও সুযোগ পায় সুয়ারেজ। কিন্তুু এবারও দলকে লিড এনে দিতে ব্যর্থ হন তিনি। জর্দি আলবার বাড়ানো বল থেকে আবারও গোল করতে ব্যর্থ হোন এই উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের প্রথম থেকেই দুদল আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তুলেছিলো ম্যাচটি। ম্যাচের ২০ মিনিটে এবার সুযোগ পায় সেভিয়ার আর্জেন্টাইন ফুটবলার কোরেয়া। তবে সেও দলকে এগিয়ে নিতে ব্যর্থ হোন। তার নেয়া হেডটি ডিফেন্ডারের চোখ ফাঁকি দিলেও লক্ষভ্রষ্ট হয়ে চলে যায়।

তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের।

ম্যাচের ৩৬তম মিনিটে বার্সেলোনার ডি বক্সে আনমার্কড থাকা ফ্রাঙ্কো ভাসকেস কে দূর্দান্ত এক পাস দেয় কোরেয়া। ডি বক্সে বার্সার পাঁচ জন ফুটবলার থাকা সত্ত্বেও তাদের ভুলে আনমার্কড থাকা ফ্রাঙ্কোর গোলে এগিয়ে যায় সেভিয়া। প্রথমার্ধের একদম শেষ মুহুর্তে বার্সার হয়ে আবারও একটি সহজ সুযোগ পেয়ে যায় জেরার্ড পিকে। কিন্তুু নিজের অসাবধানতায় সেই সুযোগটিও কাজে লাগাতে পারেনি স্প্যানিশ ডিফেন্ডার। তাই ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয় অতিথিদের।

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার প্রত্যয়  নিয়ে মাঠে নামে বার্সেলোনা, তবে ম্যাচের ৫০ মিনিটে আবারও এগিয়ে যায় সেভিয়া। বানেগার নেয়া জোরালো শ্যূটটি বার্সার গোলকিপার স্টেরগানের মুখে লেগে ফিরে আসলেও ফিরতি বল থেকে গোল করতে ভুল করেনি লুইস মুরিয়েল। ৫৬ মিনিটের মাথায় দলের ব্যবধান বাড়ানোর এক সহজ সুযোগ পেয়ে যায় নাভাস। তবে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। ৫৮ মিনিটে ডেম্বেলের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। মেসি মাঠে নামার ২ মিনিট পরই আবার বেশ সহজ একটা সুযোগ আগে বার্সেলোনার, তবে এবারও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সুয়ারেজ।

ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণে খেলছিলো দুদল। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সেভিয়া এগিয়ে থাকার পর ধারণা করা হচ্ছিলো হয়তো এ সিজনের লিগ ম্যাচে বার্সা প্রথম হারের স্বাদ সেভিয়ার কাছ থেকেই পেতে যাচ্ছে। তবে ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান কমান সুয়ারেজ। তার মাত্র ৫৫ সেকেন্ড পর ডি বক্সের বাহির থেকে নেয়া মেসির চুলচেরা নির্ভুল শ্যূটে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। একসাথে অক্ষুণ্ণ রাখেন এ সিজনে তাদের লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিও।

৩০ ম্যাচ শেষে ২৩ জয় এবং ৭টি ড্রসহ ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা, আর সমান সংখ্যক ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে সেভিয়া।