কাশ্মিরে ভারতীয় বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ১২

কাশ্মিরে ভারতীয় বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ১২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ‘স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী’দের সাথে সংঘর্ষে এ পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৮ জন কাশ্মিরী যোদ্ধা, ২ জন সাধারণ কাশ্মিরী ও ২ জন ভারতীয় সেনা রয়েছেন বলে জানিয়েছে কাশ্মীর অভজারবার। অভিযানে অর্ধশতাধিক কাশ্মিরী আহত হয়েছেন বলেও খবরে জানানো হয়।

রোববার সকালে কাশ্মিরের শোপিয়ান ও অনন্তনাগ জেলায় ভারতীয় সেনাবাহিনী ও কাশ্মীরি পুলিশ এই যৌথ অভিযান চালায়। পৃথক দুই অভিযানে ৮ জন কাশ্মিরী যোদ্ধা নিহত হয়। এরমধ্যে সাতজন শোপিয়ানের দ্রাগগাদ গ্রামে এবং অপরজন অনন্তনাগ গ্রামে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অনন্তনাগের অভিযানে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানে নিহতদের অধিকাংশ নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য বলে এনডিটিভির সংবাদে বলা হয়।

জম্মু ও কাশ্মীরে পুলিশের ডিরেক্টর জেনারেল এসপি ভায়িদ এক টুইট বার্তায় জানান, “অনন্তনাগের দিয়ালগামে একজন নিহত হয়েছেন। তার পরিবার ও পুলিশ তাকে আত্মসমর্পণে রাজি করাতে ব্যর্থ হয়। অপর একজনকে আটক করা হয়েছে। দ্রাগগাদে শীর্ষ কমান্ডারসহ সাত বিদ্রোহীর লাশ পাওয়া গেছে।”

ভায়িদ বলেন, “আরেকটি সম্মুখযুদ্ধ হয় শোপিয়ানে, সেখানে কিছু বেসামরিক লোক তাদের রক্ষা করার প্রচেষ্টা চালায়। সেখানকার অভিযানেও একজন সন্ত্রাসী নিহত হয়।”

পুলিশ জানায়, প্রথমে তারা বিদ্রোহীদের অবস্থান নিশ্চিত করে এবং মাইকে তাদের আত্মসমর্পণের আহবান জানায়। এ সময়ে একজন আত্মসমর্পণ করে এবং অপর একজন আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার নাম রউফ কান্দি। তিনি স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বলে ধারণা করছে পুলিশ।