বাংলাদেশকে ভারতের দখলে নিতে চান বিজেপি বিধায়ক

বাংলাদেশকে ভারতের দখলে নিতে চান বিজেপি বিধায়ক

ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি নেতাদের আগ্রাসী মূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে। এবার বাংলাদেশ নিয়ে তেমনই একটি বিতর্কিত মন্তব্য করলেন আসামের বিজেপিদলীয় বিধায়ক শিলাদিত্য দেব। বিজেপির ওই বিধায়ক দাবি করেন, ”বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সহযোগিতা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। কারণ স্বাধীনতা যুদ্ধের ফলেই আসামে ‘মুসমিল অনুপ্রবেশ’ শুরু হয়েছে।” খবর টাইমস অব ইন্ডিয়ার।

শিলাদিত্য দাবি করেন, ‘ভারতের উচিত ছিল স্বাধীনতার পরই বাংলাদেশকে তাদের সঙ্গে যুক্ত করে নেয়া।’

গত সোমবার স্থানীয় একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শীলাদিত্য বলেন, ‘তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীনতায় সাহায্য করার পর তাকে ভারতের সঙ্গে একত্র না করে ইন্দিরা গান্ধী এবং পরে কংগ্রেস- উভয়ই ভুল করেছে। এমনকি খোদ বাংলাদেশ সৃষ্টি করাই একটি ভুল সিদ্ধান্ত ছিল।’

অবশ্য বাংলাদেশকে দখল করে ভারতের অংশ ঘোষণা দিয়ে এখনো ওই ভুল সংশোধনের সুযোগ রয়েছে বলে দাবি করেন শীলাদিত্য।

এর আগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতা সুব্রামানিয়ন স্বামীও সিলেট দখলের হুমকি দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে ভারতের আসাম প্রদেশে বাঙালি বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ব্যাপকভাবে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য শোনা যাচ্ছে। কিছুদিন আগে ভারতের সেনাপ্রধানও পাকিস্তানের সহায়তায় ভারতে লোক অনুপ্রবেশ করাচ্ছে বাংলাদেশ বলে অভিযোগ করেন।