রিয়াল-জিরোনোর গোলময় ম্যাচ

রিয়াল-জিরোনোর গোলময় ম্যাচ

রিয়াল মাদ্রিদ          ৬-৩               জিরোনা 

রোনালদো ১১’, ৪৭’, ৬৪’, ৯০+২’      স্টুয়ানি ২৯’, ৬৭’
লুকাস ভাস্কুয়েজ ৫৯’                       জুনাপি ৮৮’
গ্যারেথ বেল ৮৬’

সান্তিয়াগো বার্নাব্যু-তে দর্শক উপভোগ করলো ৯ গোলের একটি ক্ষেপাটে ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে জিরোনার বিপক্ষে আগের ম্যাচের পরাজয়ের প্রতিশোধও নিল রিয়াল। কিন্তু কপালে চিন্তার ভাঁজ কি কমেছে জিদানের? প্রতিপক্ষের জালে ৬ গোল দিলেও নিজেরা যে হজম করেছেন ৩ গোল এর প্রতিটিই সেটপিস থেকে। ম্যাচে জিদানের জন্য আরেকটি মধুর সমস্যা উপহার দিয়েছেন লুকাস ও বেল। ওই দু’জনই গোল করায় জুভেন্টাস-এর বিপক্ষে একাদশ বাছাইয়ের আগে বহুবারই ভাবতে হবে জিদানকে, বিশেষ করে রোনালদো-লুকাস জুটি যেভাবে প্রতিদিন জমাট হচ্ছে- তারপর।

প্রথমার্ধ 

ম্যাচের শুরু থেকেই জিরোনার ওপর চড়াও হয় জিদান বাহিনী। সুফল আসতে পারতাে ম্যাচের ৭ মিনিটের মাথাতেই। বেনজেমার বাড়ানো বলে লুকাসের শট দারুণ দক্ষতায় রুখে দেন জিরোনা গোলরক্ষক বুনো। কিন্তু গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্লাংকোসদের। ক্রুস-এর বাড়ানো বল জালে জড়িয়ে গোল উৎসব শুরু করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের দেখায় রিয়ালকে পরাজয়ের তিক্ত স্বাদ দেয়া জিরোনায় ছেড়ে কথা বলেনি। ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় পাওয়া ফ্রি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান স্টুয়ানি। গ্রানেল-এর চমৎকার বলে রিয়ালের জাল খুঁজে নিতে কোনো সমস্যাই হয়নি ওই স্ট্রাইকারের। প্রথমার্ধের বাকি সময়টা আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দলই। মৌসুমে চারবারের দেখায় তিনবারই কাতালান ক্লাবগুলোর কাছে পয়েন্ট খোয়ানো রিয়াল বিরতিতে যায় শঙ্কা নিয়ে। আর জিরোনা পুনরায় রিয়ালবধের স্বপ্ন নিয়ে।

দ্বিতীয়ার্ধ 

দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ছিল ক্ষেপাটে। রক্ষণ রেখে দু’দলই যেন মরিয়া হয়ে উঠেছিল গোলের জন্য। ৯ গোলের ৭টি গোলই এসেছে ওই হাফে। এর সূচনা করেন দি বেস্ট ক্রিশ্চিয়ানো রোনালদো। বেনজেমার সঙ্গে চমৎকার বোঝাপড়ায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি তিনি করেন ৪৭ মিনিটে। ৫৯ মিনিটে আসে রিয়ালের তৃতীয় গোলটি। এবার স্কোরার গত কয়েক ম্যাচ ধরেই অসাধারণ খেলা লুকাস। রোনালদোর বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে নিতে ভুল করেননি ওই স্প্যানিশ তারকা। এর ঠিক ৫ মিনিট পরই নিজের ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকটি পূরণ করেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। বেনজেমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও সঠিক জায়গায় দাঁড়ানো রোনালদোর সামান্য সমস্যাও হয়নি জাল খুঁজে নিতে। ৪-১ গোলে পিছিয়ে পড়ে দমে না গিয়ে বরং যেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে জিরোনা। ৬৭ মিনিটে আরো একটি সেটপিস থেকে স্টুয়ানি নিজের দ্বিতীয় গোলটি করলে অপ্রত্যাশিত কিছুর স্বপ্নই দেখতে শুরু করেন জিরোনা সমর্থকরা। তবে তাদের স্বপ্নের সুতা ছিঁড়ে দেন বদলি হিসেবে নামা বেল। ৮৬ মিনিটে মদ্রিচের বাড়ানো চমৎকার এক বলে ব্যবধান বাড়িয়ে করেন ৫-২। এতেও দমে না গিয়ে আরো একবার সেটপিস থেকে গোল আদায় করে নেয় কাতালান ক্লাবটি। এবার স্কোরার জুনাপি। স্কোরার জীবন দুর্বিষহ করে তোলার কাজটি যেন আবারও নিজের কাঁধে তুলে নিলেন রোনালদো। যোগ করা সময়ে ক্রুসের বাড়ানো বলে দলের ষষ্ঠ ও নিজের চতুর্থ গোল করে সমাপ্তি টানেন ক্ষেপাটে ওই আর্ধের খেলার। রিয়াল নেয় ২-১ গোলে হারের মধুর প্রতিশোধ।

ওই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইলো রিয়াল। আগেই দিনের অন্য খেলায় বার্সা জয় তুলে নেয়ায় দু’দলের পয়েন্টের পার্থ্যক্য এখনো ১৫। লিগ জয়ের আশা শেষ হয়ে গেলেও জুভেন্টাসের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে রোনালদোর ওই রুদ্রমূর্তি যে জিদানকে স্বস্তি দেবে তা নিশ্চিত। কারণ ওই একটি প্রতিযোগিতাই আছে যেটি এখনো জেতা সম্ভব রিয়ালের পক্ষে।