বিলবাওয়ের বিরুদ্ধে বার্সার সহজ জয়

বিলবাওয়ের বিরুদ্ধে বার্সার সহজ জয়

বার্সেলোনা ২-০ অ্যাটলেটিকো বিলবাও

পাকো আলকাসের (৮”)
লিওনেল মেসি (৩০”)

এ সিজনের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে লিওনেল মেসি ও তার দল বার্সেলোনা। এরই ধারবাহিকতায় অ্যাটলোটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে কাতালান ওই ক্লাবটি। এ জয়ের মাধ্যমে লা লিগায় টেবিল টপার হিসেবে নিজেদের অবস্থান আরো শক্ত-পোক্ত করে নিয়েছে ভালভার্দের শিষ্যরা।

প্রথমার্ধ

ম্যাচের শুরু থেকে অ্যাটলেটিকো বিলবাওয়ের রক্ষণভাগকে বেশ ব্যস্ত রেখেছিল স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় সফলতার জন্য খুব বেশি দেরি করতে হয়নি তাদের। ম্যাচের ৮ মিনিটের মাথায় অসাধারণ সাজানো-গোছানো এক আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেন পাকো আলকাসের। মেসির পাস দেয়া বল থেকে গোল করতে কোনো ভুল করেনি বার্সেলোনার ওই ফরোয়ার্ড। এর ৬ মিনিট পরই বার্সেলোনার স্কোর বোর্ডে আরো একটি গোল যোগ হতে পারতো। তবে এবার এতে বাদ সাধে ক্রসবার। কৌতিনহোর জোরালো শটটি বিলবাও গোলকিপারকে ফাঁকি দিতে পারলেও ক্রসবারে বল লেগে চলে আসে।

অবশ্য গোল সংখ্যা বাড়ানোর জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ভালভার্দের শিষ্যদের। ম্যাচের ৩০তম মিনিটে ডি বক্সের বাইরে ডেম্বেলের বাড়িয়ে দেয়া বল থেকে দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শটে পরাস্ত হোন বিলবাওয়ের গোলকিপার।

ওই গোলের মধ্য দিয়ে চলতি সিজনে লা লিগায় মেসির গোল সংখ্যা হলো ২৫টি। এই সিজনে এখন পর্যন্ত এটি লা লিগার সর্বোচ্চ গোল সংখ্যা। আজকের পুরো ম্যাচে ট্র্যাজিক হিরো ছিলেন কৌতিনহো। ম্যাচের ৩৫তম মিনিটে তার করা শট আবারও বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ সময় আবারও বার্সেলোনার গোলমুখে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

পৌলিনহোর নেয়া শটটিও গোলপোস্টে লেগে প্রতিহত হলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণভাগের ধার বেশ কমে যায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বিলবাওয়ের গোলমুখে তেমন আক্রমণ করতে দেখা যায়নি। ওই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেন অতিথিরা। তবে পিকে, আলবা, উমিতিদের চোখ ফাঁকি  দিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অবশ্য ম্যাচের ৭৫ মিনিটে বিলবাওয়ের সাজানো আক্রমণ থেকে আদুরিজের হেডটি একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোলবঞ্চিত হন তারা।

এরপর বেশ কিছু আক্রমণ সাজালেও তা সফল হয়নি। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মেসির একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। না হলে বার্সেলোনার স্কোরে আরো একটি গোল যোগ হতো। ম্যাচের বাকি সময়টুকু আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। তাই ক্যাম্প ন্যু থেকে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

আজকের ওই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২৯ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নাম্বার অবস্থান আরো শক্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে অ্যাটলোটিকো মাদ্রিদ। আর ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে রিয়াল মাদ্রিদ।

ম্যান অফ দি ম্যাচ

আজকের ম্যাচে ১টি গোল, ১টি অ্যাসিস্ট করে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি।

পুরো ম্যাচে তার পাস অ্যাকুরেন্সি ছিল ৭৭ শতাংশ।

নয়বার গোলমুখী শট ও একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন ওই আর্জেন্টাইন।