পুরো ইনিংসে বাংলাদেশ দলের হাইলাইটস বলতে রুবেলের বোলিং। রানে থাকা ধাওয়ানের স্ট্যাম্প উপড়ে ফেলা থেকে শুরু করে শর্ট বলে কার্তিককে পরাস্ত করা, অসাধারণ বললেও কম হয়।
মোস্তাফিজ আর রনির শেষ তিন ওভারে যখন রানের গতি বাড়ছিলো ঝড়ের বেগে, তখন শেষ ওভারটায় রুবেল করলেন চোখে লেগে থাকার মতো বোলিং। ইয়র্কার, গতি, বাউন্সের অসাধারণ সমন্বয়ে প্রায় পুরোটা ইনিংসই পরীক্ষা নিয়েছেন ভারতের ব্যাটসম্যানদের। যার পুরষ্কার স্বরুপ পেয়েছেন দুটি উইকেটও।
তবে, বোবা পরিসংখ্যান সবসময় সঠিক তথ্য দেয় না। যেমন এত কিছু বলার পরেও বোঝানো যাচ্ছে না কতটা অসাধারণ ছিলেন তিনি। লঙ্কা সফরের পুরোটা সময় ধরেই বাংলাদেশের যে খেলোয়াড় ধারাবাহিকতার অসাধারণ নজির দেখিয়ে যাচ্ছেন রুবেল তাদের অন্যতম।
আজকের ম্যাচের ফল যদি বাংলাদেশের অনুকুলে আসে তাহলে রুবেলের শেষ ওভারটার জিকির হতে বাধ্য। কারণ, তার এ ওভারটিই ভারতের ২০০র স্বপ্নে লাগাম টেনেছে।