ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থানে আসার পেছনে পারফেকশনিস্ট আমির খানের অবদান অনেক। আজ ১৪ মার্চ তার জন্মদিন উপলক্ষে ছবির মাধ্যমে আমরা দেখবো তার এই সাফল্যযাত্রার বিভিন্ন পর্যায়।
একমাস বয়সী আমির খান
মিষ্টি আমির
বিজয়ী বাহাদুর!
ব্যস্ত আমির
সিনেমা সেটে তরুণ আমির
ভ্যানিটি ফেয়ার
হাউজ্যাট!
ক্লিকেটি ক্লিক
‘বাজিগর’ সিনেমার টেস্ট শুটিংয়ে কাজল এবং আমির। ছবিটির জন্যে প্রথমে আমিরকে প্রস্তাব দেয়া হয়েছিল। এরপরে ১৩ বছর পর ‘ফানাহ’ সিনেমায় জুটি বাঁধেন দুজনে।
আমির খান এবং শাহরুখ খান ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভার শুটে।
সহধর্মিণী কিরান রাও’য়ের সাথে আমির
আমির খান – দ্যা গুলাম
‘দিল চাহতা হে’র আমির
আমির খান এবং টাবু
শেখার কাপুর এবং বিজয় আনন্দের সাথে আমির খান
সন্তানদের সাথে মঙ্গল পান্ডের মেকআপে আমির
মমতা কুলকার্নির সাথে আমির খান
পরিচিত হাসি
‘কেয়ামাত সে কেয়ামত তাক’ এর মোহরাত অনুষ্ঠানে রাজ কাপুরের সাথে। আরো আছেন মনসুর খান এবং নাসির হুসাইন
ফারাহ’র সাথে আমির
অনিল কাপুরের সাথে আমির খান
সোহা আলী খান, রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং এশা কপিকারের সাথে আমির
অমিতাভ বচ্চন এবং মিনা’র সাথে আমির
মুম্বাই মুভি ফেস্টিভালে আমির
আইকনিক ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমার একটি দৃশ্যে
‘দিল’ এর সুপারহিট জুটি -আমির খান এবং মাধুরী দিক্ষীত
‘ দিল হে কি মানতা নাহি দো’র সেটে আমির ও পূজা ভাট
চিকি আমির
সুভাষ ঘাই এবং রিনার সাথে আমির
অন দ্যা কাউচ অনুষ্ঠানে
পিস আউট!
বিং হট!
দুই খান
এ আর রাহমান, উর্মিলা মাতোন্ডকার, অমিতাভ বচ্চন, রাম গোপাল ভার্মা এবং ‘রংলীলা’ সিনেমাটির শুভমুক্তি অনুষ্ঠানে পুরো দলের সাথে। আমিরের ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য ছিল এই সিনেমাটি।