নেপালে বিদ্যা ভান্ডারি প্রেসিডেন্ট পুননির্বাচিত

নেপালে বিদ্যা ভান্ডারি প্রেসিডেন্ট পুননির্বাচিত

নতুন আরেক মেয়াদের জন্য নেপালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা ভান্ডারি। নেপালের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে আজ মঙ্গলবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদ্যা ভান্ডারি সেখানে ক্ষমতাসীন কমিউনিস্ট জোট ইউএমএল-মাওবাদী সেন্টারের সমর্থিত প্রার্থী ছিলেন এবং ৩৯ হাজার ২৭৫ ভোট পান তিনি। তার প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেস সমর্থিত প্রার্থী কুমারি লক্ষি রাই পেয়েছেন ১১ হাজার ৭৩০ ভোট।

উল্লেখ্য, বিদ্যা ভান্ডারি প্রথম নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালের ২৮ অক্টোবর। ওই সময়ও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালি কংগ্রেসের কুল বাহাদুর গুরং। বিদ্যা ভান্ডারি হলেন নেপালের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

বিদ্যা ভান্ডারি ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং তরুণ বয়সে বিয়ে করেছিলেন দেশটির জনপ্রিয় কমিউনিস্ট নেতা মদন ভান্ডারিকে যিনি পরবর্তীকালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বিদ্যা ভান্ডারি প্রেসিডেন্ট হওয়ার আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে দেশটিন পার্লামেন্টে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।