‘আল্লাহু আকবার’ নয় : ‘ইসরায়েল আকবার’ বলার আহ্বান নেসেটের

‘আল্লাহু আকবার’ নয় : ‘ইসরায়েল আকবার’ বলার আহ্বান নেসেটের

ইসরায়েলের সংসদ নেসেটে-র অভ্যন্তরীণ বিষয় ও পরিবেশ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ও দেশটির সিনিয়র সংসদ সদস্য ইয়োভ কিচ (Yoav Kisch) ‘মুয়াজ্জিন বিল’ নামে একটি বিল চলতি মাসে নেসেটে উত্থাপন করেন। এতে আইন করা হয়, রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইকে আজান নিষিদ্ধ থাকবে। বিলটি উত্থাপনকালে তিনি বলেন, “আমি জানি যখন তারা নামাজে দাঁড়ায় তখন বলে, আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কিন্তু তোমাদের বলা উচিত, ‘ইসরায়েল আকবর’ অর্থাৎ ‘ইসরায়েল সর্বশ্রেষ্ঠ’।”

ইসরায়েলি সংসদের মুসলিম সদস্য আহমেদ তাইবি; Image : Wikimedia

ওই বক্তব্যের সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান নেসেটে উপস্থিত মুসলিম সংসদ সদস্য আহমেদ তাইবি। তিনি ক্রুদ্ধভাবে বলেন, ‘আল্লাহ তোমার ও ইসরায়েলের থেকে শ্রেষ্ঠ’। নেসেটে তখন উপস্থিত আরব সদস্যরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করেন। আহমাদ তাইবি ৬ বারের নির্বাচিত নেসেট সদস্য। তিনি সংযুক্ত আরব দলগুলোর জোট নেসেটের বিরোধী দল ‘জয়েন্ট লিস্ট’-এর অন্যতম নেতা। এছাড়া নেসেটের ১০ ডেপুটি স্পিকারের একজন। তার জন্ম ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে ১৯৫৮ সালে। পেশাগত জীবনে চিকিৎসক আহমাদ তাইবি হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম থেকে গাইনোকোলজিতে উচ্চতর ডিগ্রি নেন। ইসরায়েল সরকার সামান্য অজুহাতে সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করে। তিনি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলে কাজ করা ব্যক্তিদের মধ্যে তিনিই সবচেয়ে উচ্চকণ্ঠ। ২০১০ সালের হলোকাস্ট ডে-তে দেয়া তার বক্তব্যটিকে ইসরায়েলি সংসদের ইতিহাসে শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে অভিহিত করা হয়।

সর্বশেষ ২০তম নেসেটে ১২০ আসনের নেসেটে আরব সদস্য ১৮ জন। তাদের মধ্যে কেউ কেউ জায়োনিস্ট ইউনিয়ন, ইহুদিবাদী কট্টরপন্থী লিকুদ পার্টির সদস্যও রয়েছেন। বিরোধী মত এবং ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এমন আরব সদস্যদের নানান ছুতায় দেশটির সংসদ থেকে সাসপেন্ড করা হয়ে থাকে।

মুয়াজ্জিন বিলের প্রস্তাবক পেশায় সাবেক বৈমানিক ইয়োভ কিচ ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রভাবশালী নেতা। বলা হয়, তার ওই প্রস্তাব মুসলিমদের ফজরের আজান থেকে দূরে রাখার উদ্দেশ্যেই প্রণীত। লিকুদ পার্টির বর্তমান সভাপতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইয়োভ কিচ ৭ মার্চ নেসেটে বিলটির পক্ষ নিয়ে বক্তব্য দেয়ার সময় ওই মন্তব্য করেন। সম্প্রতি নেসেটের ওই অধিবেশনের ভিডিও বৃটেনভিত্তিক মধ্যপ্রাচ্য সংক্রান্ত একটি মনিটরিং সংস্থা প্রকাশ করলে তা নিয়ে আরবজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।