‘রেড ডেভিল’ বনাম ‘অল রেডস’ মহারণ আজ

‘রেড ডেভিল’ বনাম ‘অল রেডস’ মহারণ আজ

ডার্বি মানেই মহারণ, ডার্বি মানেই গলায় গলায় মধুর শত্রুতা। ডার্বি মানে তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে কমকিছু নয়। একদিকে রেড ডেভিল সমৃদ্ধ ইতিহাসকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে হোসে মরিনহোর তারুণ্য নির্ভর ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে দীর্ঘদিন অবশ থাকা শরীরে নতুন করে প্রাণের সঞ্চার করে স্বর্ণালী ইতিহাসকে আরও সমৃদ্ধ করার উদ্দেশ্যে বলিয়ান জার্গেন ক্লপের অধীনস্ত মো সালাহ, মানে,চেম্বারলিন, ফিরমিনোদের নিয়ে গড়া হালের সুপার এ্যাটাকিং টিম লিভারপুল।

দুই দলই নিজেদের হারিয়ে ধুকছে। তাদের আলাদা আলাদা সাফল্যের কাঁটা থমকে আছে বটে কিন্তু নিজেদের মধ্যকার লড়াইয়ের রোমাঞ্চ এখনো লোমে লোমে। এই রোমাঞ্চ শুধু ১১/১১ বাইশজনের নয়। এই রোমাঞ্চ হচ্ছে রেড ডার্বির রোমাঞ্চ যাকে কেন্দ্র করে সারাবিশ্বের ৭০ কোটিরও বেশি ডার্বি পিপাসু ফুটবল ভক্ত টিভির পর্দায় চোখ রাখবে!

মোট ২০০টি দেশে একযোগে এই খেলা দেখানো হয় এবং এবারো সেটিই হচ্ছে এবং এতেই বুঝা যাচ্ছে বিশ্বব্যাপি এই ম্যাচের চাহিদা কতখানি!

সাবেক ম্যান ইউনাইটেড বস লিজেন্ডারি কোচ স্যার এলেক্স ফার্গুসনের একটা কথাতেই এই ম্যাচের ঝাঁজ বুঝা যাবে। একবার তিনি বলেছিলেন, “আমি লিগ জিততে চাই না, চাই না এফএ কাপ, চাই না চ্যাম্পিয়নস কাপ, আমি শুধু চাই লিভারপুলের পরাজয়!”

এখন পর্যন্ত দুইদলের মোকাবেলায় ৮৭ ম্যাচ জিতে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৫ ম্যাচ জিতেছে লিভারপুল ও ড্র হয়েছে ৬৫টি রেড ডার্বি! অবশ্য দু’দলের মধ্যকার সর্বশেষ চার ম্যাচই ড্র! সর্বশেষ ৬ ম্যাচে দু’দলের খাতায় জয় ১/১ করে!

যাইহোক সোনালি অতীতকে মনে এঁকে তিক্ত অতীতকে পাশে ঠেলে নিজেদেরকে আবারো সময়ের দাবিতে চালিয়ে নেবার দৃঢ়চিত্তে প্রস্তুত হোসে মরিনহো এবং জার্গেন ক্লপ।প্রস্তুত দুই দলের বিলিয়ন বিলিয়ন ভক্ত সমর্থকগন।