ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ লিভারপুল
ওল্ড ট্রাফোর্ডে রাশফোডের জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের ফলে লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রেড ডেভিলসরা।
অন্যদিকে সিজনে বেশ ভালো ফর্মে থাকা লিভারপুল আজ ইউনাইটেডের বিপক্ষে তাদের সেরা পারফর্ম দেখাতে পারেনি। তাছাড়া আজকের ম্যাচে ফ্লপ ছিল অল রেডসদের মূল হাতিয়ার মোহামেদ সালাহ।
প্রথমার্ধ
ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের হারানো যে বেশ কঠিন সেটি বেশ ভালো করেই জানা আছে লিভারপুল বস ক্লপের। তবে ওল্ড ট্রাফোর্ডে শেষ দুই দেখায় এক পয়েন্ট ঠিকই নিয়ে গিয়েছিল অল রেডসরা। তাছাড়া বর্তমান ফর্ম বিবেচনা করলে লিভারপুলের জয়ের আশা করাটাও যৌক্তিক ছিল।
ম্যাচের শুরু থেকেই বেশ ছন্দে খেলছিল লিভারপুল। তবে ম্যাচের ১৪ মিনিটে ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকুর দেয়া পাস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় রাশফোর্ড। তার ডান পায়ের জোরালো শুটের কাছে লিভারপুল গোলকিপারের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ম্যাচের ১৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে খেলছিল লিভারপুল। ম্যাচের ২৩ মিনিটে একটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি লিভারপুলের ডিফেন্ডার ভান ডিজক।
উল্টো এক মিনিট পরই আবার গোল খেয়ে বসেন লিভারপুল। এবারের গোল স্কোরারও রাশফোর্ড। মাত্র ১০ মিনিট ব্যবধানে ২ গোল করে দলকে ২-০ গোলে লিড এনে দেন ওই তরুণ প্রতিভাবান ইংলিশ ফুটবলার।
প্রথমার্ধের বাকি সময়টুকু দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। তাই ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধ
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করে দলকে সমতায় ফেরানের জন্য লড়ছিল লিভারপুল। অন্যদিকে ইউনাইটেড চাচ্ছিল প্রথমার্ধের খেলা ধরে রেখে গোল ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ইউনাইটেডের ডি বক্সে ভ্যালেন্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টির আবেদন করেন লিভারপুলের ফুটবলাররা। তবে রেফারি এতে কোনো সারা দেননি। অন্যদিকে লিভারপুলের আক্রমণভাগ বার বার আক্রমণে গেলেও ডি গিয়ারের কাছে পরাস্ত হচ্ছিল।
OLI SCARFF/AFP/Getty Imagesম্যাচের ৬২ মিনিটে চ্যাম্বারলিনের পরিবর্তে অ্যাডাম লালানা-কে নামিয়ে আক্রমণভাগের ধার বাড়ানোর চেষ্টা করেন ক্লপ। এর ৪ মিনিট পর ইউনাইটেডের রক্ষণভাগের ফুটবলার বেইলির ভুলে ওউন গোলে ২-১ গোলে ব্যবধান কমে যায় লিভারপুলের।
শেষ পর্যন্ত আর লিভারপুল গোল করে ম্যাচে সমতায় ফিরতে পারেনি এবং ইউনাইটেডও তাদের গোলের ব্যবধান বাড়াতে পারেননি। তাই ২-১ গোলে জয় নিয়ে মাঠে ছাড়েন রেড ডেভিলসরা।
সর্বশেষ লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের ৫ দেখায় কোনো জয়ের দেখা পায়নি ইউনাইটেড। তাই এ জয়টি তাদের জন্য বেশ উপভোগ্যই ছিল। তাছাড়া আজকের ম্যাচে জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান আরো শক্ত ইউনাইটেড। অন্যদিকে আজকের ম্যাচে জয় পেলে লিগ টেবিলের দ্বিতীয়তে ওঠার সুযোগ ছিল লিভারপুলের। আজকের ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়তে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয়তে লিভারপুল অবস্থান করছে।
অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১-এ অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
ম্যান অফ দি ম্যাচ
গোলপোস্টমুখী দুটি শুটের দুটিই গোলে রূপান্তর করে এবং ৬৭ শতাংশ নির্ভুল পাস নিয়ে আজকের ম্যাচে ম্যাচসেরা হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মার্কোস রাশফোর্ড।