শ্রীলংকায় চলমান উগ্র বৌদ্ধ ও মুসলমানদের মধ্যকার সহিংসতা কেন্দ্র করে দেশটির বিশ্বসেরা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ফেসবুক ভিডিও বার্তায় দেশটির জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
সাঙ্গাকারা বলেন, ‘আমরা কি আমাদের অতীত থেকে কিছুই শিখিনি? আমরা কীভাবে এ রকম অন্ধ ও বোকার মতাে কাজ করতে পারি যেটি আমদের সামনের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করতে পারে? আমাদের প্রতিবেশীদের নিরাপত্তার জন্য আমাদেরই দায় নিতে হবে। আমাদের ভাই-বোনদের রক্ষক আমরাই। এটি আমাদেরই দায়িত্ব যাতে শ্রীলংকার প্রত্যেক নাগরিক নিরাপত্তা, সমাজে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পান। অন্যদের প্রতি আমাদের হৃদয় ও চোখ খোলা রাখতে হবে।’
ওই ভিডিও বক্তব্যে সাঙ্গাকারা বলেন, ‘এক সঙ্গে আমরা বর্তমান সহিংসতা কাটিয়ে উঠতে পারি। যখন শ্রীলংকার কোনো নাগরিকের চোখের মধ্যে তাকাই তখন সিংহলি, তামিল কিংবা মুসলিম- এ রকম কোনো পার্থক্য দেখি না। তাদের চোখে নিজেকেই দেখতে পাই। শ্রীলংকা নিয়ে তাদের চোখে একই রকম আশা ও স্বপ্নের আভা দেখি। তাই আমাদের উচিত হবে না অন্ধভাবে অবিশ্বাসের বীজ বপন করা।’
সাঙ্গাকারা ওই ভিডিও বার্তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্ণবৈষম্য ও যে কোনো সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে আহ্বান করেন।
Massage from Kumar Sangakara to Sri Lankans (Former Srilanka's Team captain)
Massage from Kumar Sangakara to Sri Lankans (Former Srilanka's Team captain)
Posted by Qtv Network on Wednesday, March 7, 2018
গত সপ্তাহ থেকে শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিমদের মধ্যে সহিংস পরিস্থিতি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ক্যান্ডি জেলায় কারফিউ জারি করে ওই দেশের পুলিশ। মূলত ওই অঞ্চলেই কয়েক মুসলমানের সঙ্গে এক বৌদ্ধ তরুণের সংঘাতের জেরে ওই তরুণ মারা গেলে সহিংসতার সূত্রপাত। পরে বৌদ্ধরা সেখানকার মসজিদ ও মুসলিমদের দোকানপাটে ব্যাপক হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই দেশটির রাষ্ট্রপতি মায়থ্রিপালা সিরিসেনা ওই সংঘাত নিয়ন্ত্রণে সারা দেশে ১০ দিনের জরুরি অবস্থা জারি করেন। এছাড়া দেশটিতে ৭২ ঘণ্টর জন্য সব সামাজিক মাধ্যম সাইট বন্ধ করে দেয়া হয়েছে।