রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসা একদল মিছিলকারী বাংলামটর এলাকায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও হেনস্তা করেছে বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। কলেজ শেষ করে বাসায় ফেরার পথে এমন ঘটনা ঘটে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার বর্ণনা দিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ওই কলেজ ছাত্রী। এতে ফেসবুক টুইটার ও ইউটিউবে অনেকেই যার যার মতো করে সরব হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ‘জবান’কে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ‘এমন কোনাে খবর আমাদের গোঁচরে আসেনি। খোঁজখবর নিয়ে দেখছি। এখনই কিছু বলতে পারছি না। বিস্তারিত জেনে বলতে পারবো।’
ওই কলেজ ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তাকে এক পুলিশ কর্মকর্তা ওই লোকজনের জটলা থেকে উদ্ধার করে একটি বাসে উঠিয়ে দেন।
ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে এটি শেয়ার করেছেন। কামরুল উৎস তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘জয় বাংলা বলতে কামলা ভাড়া করলে তো জয় বাংলার বারোটা বাজবেই! সুস্থ মানসিকতা, সঠিক দৃষ্টিভঙ্গির খুব অভাব এ দেশটাতে!! মাননীয় নেত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার নেতাদের শিক্ষিত হতে বলুন এবং তাদের সুস্থ মানসিকতা সম্পন্ন কর্মী সংস্থাপন করতে সহায়তা করুন….!!’
অন্যদিকে ওই কলেজ ছাত্রীর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের অনেকেই তাকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করে তার বর্তমান অবস্থা জানতে চেয়েছেন। অনেকে তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন।
কলেজ ছাত্রী ফেসবুক পোস্টটি দেয়ার চার ঘণ্টার মাথায় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তা মুছে দেন। নিরাপত্তার কারণে বা পারিবারিক চাপে এমনটি করে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ের ও কবি সুফিয়া কামাল হলের অাবাসিক এক ছাত্রীও উত্ত্যক্তের শিকার হয়ে ফেসবুক স্টেটাসে লিখেছেন, তিনি হল থেকে শাহবাগে যাওয়ার সময় চারুকলা অনুষদের সামনে মিছিলকারীদের বাজে কথাবার্তার শিকার হয়েছেন। এমনকি পানির বোতল দিয়ে তার গায়ে পানি ছিটিয়ে তাকে ভিজিয়ে দেয় এবং রিকশার পেছন থেকে একজন চুল ধরে টান দেয়।
এমন আরো নারী তাদের ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের জনসভায় যোগদানকারীদের দ্বারা নানান হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
আগামীকাল ৮ মার্চ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের আগের দিন এমন ঘটনা নগরবাসী তথা সারা দেশের নারী সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার কারণে সারা ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রাজধানীবাসী চরম ভোগান্তির মুখে পড়ে। স্কুল শিক্ষার্থী থেকে চাকরিজীবী অথবা ব্যবসায়ী- সবাই রাস্তায় নেমে চরম দুর্ভোগের মুখে পড়েন। তবে এ সমস্যা অনুধাবন করে রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ গত বছর ইউনেসকো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পায়। বঙ্গবন্ধুর ওই অমর ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এবারের ৭ মার্চ ভিন্ন আঙ্গিকে উদযাপন করেছে বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ৭ মার্চের ওই ভাষণ উপলক্ষে জনসভার আয়োজনেও ছিল বড় ধরনের প্রস্তুতি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ধরে নানান জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল গিয়ে মেলে সোহরাওয়ার্দী উদ্যানে।