সেরা সিনেমা ‘দি শেইপ অফ ওয়াটার’

সেরা সিনেমা ‘দি শেইপ অফ ওয়াটার’

গুলের্মো ডেল তোরো-র ভালোবাসার গল্প ‘দি শেইপ অফ ওয়াটার’ এবার জিতে নিল অস্কার। অস্কারের আলোক উজ্জ্বল রাতে সেরা ছবির স্বীকৃতির সঙ্গে সঙ্গে ‘বেস্ট পরিচালক অ্যাওয়ার্ড’, ‘বেস্ট অরিজিনাল স্কোর’ ও ‘বেস্ট প্রডাক্টশন ডিজাইন’ পুরস্কারগুলো ঘরে তুলে নিয়েছে ভিন্নধারার ভালোবাসার ওপর নির্মিত ‘দি শেইপ অফ ওয়াটার’।

ছবিটিতে এলিসা চরিত্রে অভিনয় করেছেন সেলি হোকিন্স যিনি একটি উদ্ভট জলজ হাইব্রিড মানুষের প্রেমে পড়েন এবং সরকারের গোপন পরীক্ষাগার থেকে মুক্ত করার ক্ষেত্রে সাহায্য করেন। ওই ঘটনা কেন্দ্র করে এগিয়ে যায় দি শেইপ অফ ওয়াটার মুভির কাহিনী।

অস্কার জয়ের পর সিনেমাটির পরিচালক ডেল তোরো তা উৎসর্গ করেন তরুণ নির্মাতাদের উদ্দেশ্যে। তিনি বলেন, ‘এ অস্কারটি উৎসর্গ করতে চাই তরুণ চলচ্চিত্র নির্মাতাদের যারা আমাদের দেখিয়ে যাচ্ছেন কীভাবে একটি কাজ সম্ভব করতে হয়।’

২০০৪ সালের পর থেকে সায়েন্স ফিকশন-ফ্যান্টাসি ঘরানার কোনো ছবি অস্কার পায়নি। ২০০৪ সালে ‘দি লর্ড অফ দি রিংস : দি রিটার্ন অফ দি কিং’ অস্কার পুরস্কার জিতেছিল। এদিক দিয়ে বলা যায়, দি শেইপ অফ ওয়াটার-এর অস্কার বিজয় সায়েন্স ফিকশন-ফ্যান্টাসি ঘরানার নির্মাতাদের উৎসাহিত করবে।

বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৫৫ মিলিয়ন ডলারের বেশি। কথা বলতে না পারা একটি মেয়ের অদ্ভুত প্রেম। তাও আবার এক হাইব্রিড জলজ মানুষের সঙ্গে! ভালোবাসার যে কোনো ভাষা নেই, বরং ভালোবাসা নিজেই একটি ভাষা ওই বার্তাটি আমরা পাই দি শেইপ অফ ওয়াটার সিনেমাটির মাধ্যমে।

দি শেইপ অফ ওয়াটারের অফিসিয়াল ট্রেইলার…

 

একনজরে ৯০তম অস্কার

সেরা ছবি : দি শেইপ অফ ওয়াটার

সেরা পরিচালক : গিয়েরমো দেল তোরো

সেরা অভিনেতা : গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি)

সেরা পার্শ্বঅভিনেতা : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউট সাইড এবিং, মিসৌরি)

সেরা পার্শ্বঅভিনেত্রী : অ্যালিসন জ্যানি (আই, টনিয়া)

সেরা চিত্রনাট্য : গেট আউট

অ্যাডাপটেড স্ক্রিন প্লে : কল মি বাই ইওর নেম

বিদেশি ভাষার সেরা ছবি : অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান

সেরা অ্যানিমেটেড ছবি : কোকো

ভিজুয়াল এফেক্টস : ব্লেড রানার ২০৪৯

সেরা ছবি সম্পাদনা : ডানকার্ক

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : ডিয়ার বাস্কেটবল

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম : দি সাইলেন্ট চাইল্ড

সেরা ডকুমেন্টরি শর্ট : হেভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দি ৪০৫

সেরা স্কোর : দি শেইপ অফ ওয়াটার

সেরা গান : রিমেম্বার মি (কোকো)

সেরা প্রডাকশন ডিজাইন: দি শেইপ অফ ওয়াটার

সেরা সিনেমাটোগ্রাফি : ব্লেড রানার ২০৪৯

সেরা কস্টিউম ডিজাইন : ফ্যান্টম থ্রেড

সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং : ডার্কেস্ট আওয়ার

সেরা ডকুমেন্টরি ফিচার : ইকারাস

সেরা শব্দ সম্পাদনা : ডানকার্ক

সেরা সাউন্ড মিক্সিং : ডানকার্ক