শারজাহ ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত পিএসএল-এর দুই দল পেশোয়ার জালমি ও লাহোর কালান্দারস একে অপরের মুখোমুখি হলেও রাত জেগে টিভি পর্দায় চোখ রেখে বসেছিলেন বাংলাদেশের দর্শকও। কারণ দু’দলেই ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। পেশোয়ার-এ ঘরের ছেলে তামিমের সঙ্গে ছিলেন সাব্বির রহমান এবং লাহোর-এ মোস্তাফিজুর।
টসে জিতে লাহোর-এর অধিনায়ক ব্যান্ডন ম্যাককালাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও সেটির যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটসম্যানরা। মাত্র ১০০ রানেই গুটিয়ে যাওয়ায় মোস্তাফিজ ঝলক দেখার আশা শুরুতেই সমাপ্ত হয়ে যায়। এরপর দর্শকের চোখ ছিল বাংলাদেশের আরেক সুপারস্টার তামিমের ওপর। ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সঙ্গী কামরান আকমল-কে নিয়ে নিরাপদেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওই বাঁহাতি ব্যাটসম্যান। ৪টি চারের সাহায্যে ৩৫ বলে ৩৭ করে অপরাজিত থাকেন তিনি। পেশোয়ার-এর হয়ে চলতি আসরে ৫ ইনিংসে ৩৩ দশমিক ৫০ গড়ে তার সংগ্রহ ১৩৪ রান। এর আগের ম্যাচেও ৩৮ বলে ৩৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।
ওই ম্যাচে বল হাতে কিছু করার সুযোগ না পেলেও আসরটি চমৎকার যাচ্ছে মোস্তাফিজেরও। আক্ষেপের নাম হয়ে রইলেন শুধু মাহমুদুল্লাহ ও সাব্বির। পিএসএল-এর মধ্য দিয়ে আসন্ন নিদহাস ট্রফির প্রস্তুতিটা যে তামিম-মোস্তাফিজ বেশ ভালোভাবেই সেরে নিচ্ছেন তা বলাই যায়।