যে কারণে দিনটি বার্সার হলো না

যে কারণে দিনটি বার্সার হলো না

লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনায় পয়েন্ট খোয়ানোর চেয়ে যে বিষয়টি সর্বাধিক আলোচনায় এসেছে তা হলো বার্সেলোনার বিপক্ষে পালমাসের পাওয়া পেনাল্টিটি। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারির পর এমন  দৃশ্য আর দেখা যায়নি। দিনের হিসাবে ৭৪৬ দিন পর কেউ বার্সার বিপক্ষে পেনাল্টি নেয়ার সুযোগ পেলো। এবং এ সময়কালে বার্সালোনার পক্ষে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছেন মোট ২১ বার। এক লাহোজই তার পরিচালনায় খেলা ২৬ ম্যাচে বার্সেলোনার পক্ষে পেনাল্টি বাঁশি বাজিয়েছেন পাঁচবার। নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন জোনাথন ক্যালেরি। কারণ তার নেয়া পেনাল্টিটিই ম্যাচটিতে পালমাসকে শুধু পয়েন্টই এনে দেয়নি বার্সার বিপক্ষে কাউকে বহুদিন পর পেনাল্টি নিতে দেখার দৃশ্য উপহার দিয়েছে দর্শকদের।

যদিও রেফারি বার্সার বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন এবং তা থেকে সময়তায় ফিরে ম্যাচটি ড্র করে শেষ করেছে পালমাস, কিন্তু সিদ্ধান্তটি ছিলো বিতর্কিত। বার্সার খলনায়ক বনে যাওয়া ডিগনের এখানে কিছুই করার ছিলো না। এটি আসলে পেনাল্টি হয় কি না সেটি নিয়েই প্রশ্ন ওঠা সঙ্গত। কারণ, বলটি ডিগনের হাতে পরিষ্কার লেগেছে কি না সেটা যেমন স্পষ্ট না, আর লাগলেও সেটি ছিলো সম্পুর্ণই অনিচ্ছাকৃত। এমন সব ঘটনায় সাধারণত রেফারিরা পেনাল্টি দেয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেন না। আর ডিগনের এটা যদি পেনাল্টিই হয়, বার্সা নিজেদের অভাগা ভাবতেই পারে। কারণ পালমাস গোলরক্ষরক চিচিজোলা বক্স থেকে বের হয়ে এসে যে বলটি থামিয়েছিলেন সেটি তে তার প্রাপ্য ছিলো লাল কার্ড।

মেসি জাদুতে শুরু করা ম্যাচটির শেষ হলো রেফারির অমার্জনীয় এক সিদ্ধান্তে। সে যাই হোক, সর্বশেষ সেল্টার বিপক্ষে আলাবার পর এই প্রথম বার্সার ডি বক্সে বার্সারই কারো বিপক্ষে বাঁশি বাজালেন রেফারি। ম্যাচ শেষের চুম্বক অংশ হয়ে থাকবে এটিই।