রাতে আলাদা দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৯.১৫ মিনিটি সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে আলাভেসকে। এবং রাত ১.৪৫ মিনিটে ক্যাম্প ন্যুতে বার্সার প্রতিপক্ষ জিরোনা।
সম্পুর্ণ বিপরীত অবস্থান থেকে মৌসুম শুরু করা রিয়াল-বার্সা দু দলই আছে ছন্দে। মৌসুমের শুরুতেই পথ হারানো রিয়াল অবশেষে খুজে পেয়েছে নিজেদের চেনা ছন্দ। অালাভেসের বিপক্ষে মুখোমুখি হবার আগে রিয়ালের আত্মবিশ্বাসের রসদ হিসাবে কাজ করবে ফরাসি জায়ান্ট পিএসজি’র বিপক্ষের জয়টি। এছাড়া বাড়তি হিসাবে থাকছে আলাভেসের বিপক্ষে রিয়ালের অতীত রেকর্ড। সর্বশেষ এগারোবারের দেখায় দশটিতেই জিতেছে রিয়াল। শেষ আট ম্যাচের সবগুলোতেই জয়। ম্যাচপ্রতি তিন দশমিক পাঁচ গোল গড়ও বলে দিচ্ছে প্রতিপক্ষ হিসাবে আলাভেস বেশ প্রিয় অল হোয়াইটসদের। লিগের আশা কার্যত শেষ হয়ে যাওয়ায় এখন সন্মানজনক একটি স্থানে থেকেই মৌসুম শেষ করা জিদান বাহিনীর লক্ষ্য। এমন অবস্থায় নিশ্চয় পঁচা শামুকে পা কাটার কোনো অভিপ্রায় নেই রিয়ালের খেলোয়াড়দের।
রিয়াল সমর্থকদের জন্য সুখবর হচ্ছে লেগানেসের বিপক্ষে বিশ্রাম শেষে আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন ‘দ্য বেস্ট’ ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর ব্যক্তিগত কিছু হিসাব নিকাশও আছে আলাভেসের বিপক্ষে। বার্নাব্যুতে লা লিগার যে তিনটি প্রতিপক্ষের বিপক্ষে রোনালদো কখনো গোল করতে পারেননি আলাভেস তার একটি।
লিগ অনেকটাই নিশ্চিত করে ফেলা বার্সা এ ম্যাচে চাইবে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর সাথে নিজের ব্যাবধান আরো বাড়িয়ে নিতে। পরপর দুই ম্যাচ ড্র করার পর এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরা বার্সা চাইবে নিজেদের ছন্দ ধরে রাখতে। লা লিগায় নিজেদের সেরা শুরুর ইতিহাস নতুন করে লেখানোর অনুপ্রেরণা বাড়তি রসদ জোগাবে কাতালান শিবিরে জিরোনার বিপক্ষে জয়ের তাড়নায়। শেষ তেরো ম্যাচে মাত্র একবারই প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হয়েছে বার্সা। বিপরীতে ম্যাচের প্রথম পনেরো মিনিটেই মৌসুমে হজম করা মোট গোলের বিশ শতাংস হজম করেছে জিরোনা। তাই বার্সার সামনে সুযোগ থাকছে প্রথম থেকে প্রতিপক্ষকে চেপে ধরে ম্যাচের লাগাম নিজেদের নিয়ে নেয়ার।
বার্সার জন্য স্বস্তির দিক হচ্ছে দলের প্রধান তারকা মেসি এবং স্ট্রাইকার সুয়ারেজের চমৎকার ফর্ম। সমান তালে খেলে যাচ্ছেন পাওলিনহোও। কাকতালীয় বিষয় এই যে, বর্তমান লিগের একমাত্র জিরোনার বিপক্ষেই কোনো গোল নেই লিও মেসির। চেলসি গেরো খোলার পর জিরোনার জাল খুঁজে নিতে খুব একটা সমস্যা হবার কথা না এই আর্জেন্টাইন জাদুকরের।
সহজ হিসাবে কোনো অঘটন না ঘটলে হাসিমুখেই আজ রাতটা পার করতে পারবে ব্লাংকোস এবং কাতালান ভক্তরা। পার্থক্য এইটুকুই যে, প্রত্যাশিত জয় যখন বার্সাকে নিয়ে যাবে শিরোপার আরো কাছে, তখন মাদ্রিদ সমর্থকরা পুড়বেন সঠিক সময়ে পথ হারিয়ে লিগ হারানোর বেদনায়।