বার্সা-চেলসি মুখোমুখি হচ্ছে আজ

বার্সা-চেলসি মুখোমুখি হচ্ছে আজ

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে বার্সা-চেলসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেলসির হোম গ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজে।

চাপে কন্তে

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে বেশ চাপের মুখেই রয়েছেন ব্লুজদের ইতালিয়ান কোচ অ্যান্তেনিও কন্তে। বোর্নমাউথ এবং ওয়ার্টফোর্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে অপ্রত্যাশিত হারের পরে ওয়েস্টহ্যামের বিপক্ষে জয় পেলেও ঠিক স্বস্তিতে নেই কন্তে। শোনা যাচ্ছে মালিকপক্ষের সাথেও বেশ মনোমালিন্য চলছে তার। এমন অবস্থাতেই আজ স্ট্যামফোর্ড ব্রিজে বার্সাকে আতিথ্য দিবে কন্তের দল। এ ম্যাচ নিয়ে কন্তে বলেন, “বার্সার বিপক্ষে খেলা সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ, আমাদের এসব ম্যাচের মুখোমুখি হতে হবে দারুণ আগ্রহের সাথেই, কারণ আমরা বিশ্বের অন্যতম সেরা দলটির বিপক্ষে খেলতে যাচ্ছি।”

লিগে চতুর্থস্থানে থাকা কন্তের জন্য একমাত্র সুখবর হলো এ ম্যাচে তিনি পুরো ফিট স্কোয়াডই পাচ্ছেন। দেখার বিষয় বার্সার আক্রমণকে রুখতে ৩-৪-৩ নাকি ৩-৫-২ ছকে মাঠে নামেন তিনি। এ ম্যাচে জয়টা কন্তের জন্য অপরিহার্য। একে তো লিগে দলের দূরাবস্থা অপরদিকে মালিকপক্ষের সাথে সমস্যা। প্রথম মৌসুমের মধুচন্দ্রিমাটা বড্ড দ্রুতই শেষ হয়ে গেলো এ ইতালিয়ানের। এ ম্যাচে কন্তের মূল ভরসা থাকবেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। শেষ দু ম্যাচে তিন গোল করা এই উইংগার চলতি মৌসুমে ১৫ গোলের পাশাপাশি করেছেন ৯টি অ্যাসিস্ট।

জেতার জন্যই মাঠে নামবো : রাকেটিচ

বার্সা চেলসি ম্যাচ নিয়ে মুখ খুলেছেন বার্সার ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকেটিচও। বেশ আত্মবিশ্বাসের সুরেই এ মিডফিল্ডার বলেন আজকে তারা জয়ের জন্যই মাঠে নামবে, এবং এটি ভুলেই মাঠে নামবে যে পরবর্তিতে ক্যাম্প ন্যুতেও ফিরতি লেগের খেলা আছে। ইঙ্গিত স্পষ্ট, কোয়ার্টারের পথ আজই পরিষ্কার করে ফেলতে চায় বার্সা।

মাঝে দুই ম্যাচে হোচট খাওয়ার পর এইবারের বিপক্ষে আবারো জয়ের ধারায় ফিরেছে বার্সা। যদিও ম্যাচটিতে বার্সাকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি কিন্তু জয় সব সময়ই টনিকের কাজ করে। রাকিটিচ বলেন, “বার্সেলোনায় ফিরতি লেগে কি হবে সেটি ভুলে গিয়েই আমাদের খেলতে হবে। আমাদের চেষ্টা করতে হবে আমাদের সেরাটা খেলার, জেতার এবং গোল করার। পরিকল্পনাটা বেশ সহজ, জেতার জন্য মাঠে নামা এবং তারপর কি হবে সেটি ভাবা।” রাকিটিচ কথা বলেছেন মেসিকে নিয়েও। এখনো চেলসি মেসির কাছে একটি রহস্যই হয়ে আছে। শেষ আটবারের দেখায় একবারো ব্লুজদের জালে বল জড়াতে পারেননি তিনি। রাকেটিচ বলেন, “মেসি দারুন ছন্দে আছে। আমি এর আগে তাকে জিমে কখনো এতটা সময় কাটাতে দেখিনি। সে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে নিজের এবং দলের জন্য, যা আমাদের প্রচুর সাহায্য করছে।” রাকিটিচও মানছেন চেলসির হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন ইডেন হ্যাজার্ডই। যদিও তিনি বলেছেন হ্যাজার্ডকে নিষ্ক্রিয় রাখার জন্য তারা যথেষ্টই প্রস্তুত।

বার্সেলোনাই জিতবে : রিভালদো

সাবেক ব্রাজিল এবং বার্সা তারকা সরাসরিই বলেন এটি একটি কঠিন ম্যাচ হলেও বার্সাই পরিষ্কার ফেভারিট। তিনি বলেন, “আপনার ইংলিশ দলগুলোর প্রতি সম্মান দেখাতে হবে, কিন্তু আমি মনে করি বার্সেলোনা চেলসির চেয়ে ভালো দল এবং তারাই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে।”

২০০০ সালের চ্যাম্পিয়ন্স লিগের বার্সা-চেলসি ম্যাচের এই সদস্য স্মৃতিচারণ করে বলেন, “আমার মনে আছে আমরা ইংল্যান্ডে ৩-১ এ হেরে এসেছিলাম কিন্তু সেখান থেকে আমরা ঘুরে দাড়িয়ে জিতেছিলাম ম্যাচটি। ৪৫ মিনিটে আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, সুযোগ ছিলো স্কোরটাকে ৪-১ করার। কিন্তু আমি সেটা মিস করেছিলাম যার ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায় এবং আমরা আরো দুই গোল করে জয় নিশ্চিত করি।”

পূর্ব ইতিহাসের কারণে এ ম্যাচের রেফারি নিয়ে বিশেষ আগ্রহ থাকছে বোদ্ধাদের মাঝে। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তুর্কি জোনায়েদ জায়াকির। এ রেফারি এর আগেও বার্সা-ব্লুজ ম্যাচ পরিচালনা করেছেন। ১১/১২ মৌসুমের সে ম্যাচটি ড্র হয়েছিলো ২-২ গোলে। যাতে লিও মেসি মিস করেছিলেন পেনাল্টি।

উল্লেখ্য, ইউরোপিয়ান প্রতিযোগিতায় মোট ১২ বার দেখা হয়েছে দু দলের। যার মধ্যে চেলসি চারবার এবং বার্সা তিনবার জয়লাভ করেছে। বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।