এক নজরে বাফটা ২০১৮

এক নজরে বাফটা ২০১৮

এই গত দিনই পর্দা উঠলো ব্রিটিশ একাডেমি এওয়ার্ডস তথা বাফটা’র ৭১ তম অধিবেশনের। বাফটাকে বলা হয়ে থাকে ব্রিটিশদের অস্কার। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম এন্ড টেলিভিশনের ব্যানারে গত রোববার রাতে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ সালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেদিন যেন মেলা বসেছিল ব্রিটিশ সিনেমা, হলিউড, এমনকি রাজপরিবারের বড় বড় মহারথীদের।

মূল অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে করে দিয়ে সবচেয়ে বেশি পুরষ্কার বাগিয়ে নিয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। অবশ্য গোল্ডেন গ্লোবে তাদের সফলতা দেখে এটা অনেকটাই অনুমেয় ছিল। বাফটার এই সফলতার পর বোঝাই যাচ্ছে, এবারের অস্কারে ভালোই প্রভাব ফেলবে সিনেমাটি। যদিও অনেক চলচিত্র বোদ্ধাদের ধারণা সেরা পরিচালকের পুরষ্কার জিতা ‘দ্য শেইপ অব ওয়াটার’ এর ঘরে অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার উঠবে। কিন্তু সে পথে বিরাট কাঁটা হয়ে দাঁড়াতে পারে মার্টিন ম্যাকডোনাহর ক্রাইম ড্রামা ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।

এছাড়া অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলো ছিল সম্ভবত ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজকে ঘিরেই। আর এর পেছনে অবশ্য কারণ ছিল কেট মিডলটন (ডাচেস অফ কেমব্রিজ) এর কালো রঙের পোশাক পরিধান না করা। সম্প্রতি গোল্ডেন গ্লোবের মঞ্চায়নে বড় বড় তারকারা ‘যৌন নিপীড়ন’ এর বিরুদ্ধে ‘টাইমস আপ’ আন্দোলনে একাত্মতা জানান কালো পোশাক পরিধানের মাধ্যমে। ব্যাতিক্রম হয়নি বাফটার ক্ষেত্রেও; অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লরেন্স, মার্গট রবি, এলিসন জ্যানেই, সুরশা রোনান, অক্টাভিয়া স্পেনসার এবং লুপিতা নিয়ংগোদের মতো বড় তারকারাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সকলের পরিধেয় পোশাক ছিল কালো রঙের। কিন্ত ব্যতিক্রম ছিলেন অন্তঃসত্ত্বা কেট মিডলটন।

শ্রেষ্ঠ চলচ্চিত্র: থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি

শ্রেষ্ঠ অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

শ্রেষ্ঠ অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি)

শ্রেষ্ঠ পরিচালক: গিয়ের্মো দেল তোরো (দ্য শেইপ অব ওয়াটার)

শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)

শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো

এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নেন:

শ্রেষ্ঠ অরিজিনাল স্ক্রিনপ্লে: থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

শ্রেষ্ঠ অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: কল মি বাই ইওর নেম

শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি: রজার ডিকিন্স (ব্লেড রানার ২০৪৯)

শ্রেষ্ঠ অরিজিনাল মিউজিক: আলেক্সান্ডার দিপলা (দ্য শেপ অব ওয়াটার)

শ্রেষ্ঠ স্পেশাল ইফেক্ট: ব্লেড রানার ২০৪৯

দর্শকদের বিচারে শ্রেষ্ঠ উদীয়মান তারকা: ড্যানিয়েল কালুইয়া (গেট আউট)

ভিনদেশি ভাষায় শ্রেষ্ঠ ছবি: দ্য হ্যান্ডমেইডেন

শ্রেষ্ঠ ব্রিটিশ শর্ট অ্যানিমেশন: পোলস অ্যাপার্ট

শ্রেষ্ঠ ব্রিটিশ শর্ট চলচ্চিত্র: কাউবয় ডেভ

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র: আই অ্যাম নট ইউর নিগ্রো

 

উল্লেখ্য যে গত নয় জানুয়ারি প্রকাশিত হয় বাফটার মনোয়ন এবং ১২ টা ক্যাটাগরিতে মনোনীত হয়ে সবচেয়ে বেশি মনোয়ন পায়, ‘দ্যা শেইপ অব ওয়াটার’ এবং ৯ টা করে মনোয়ন পায় ‘ডার্কেস্ট আওয়ার’ এবং ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।