অ্যাসেন্সিওর গোলে ৬ হাজারের শৃঙ্গে রিয়াল

অ্যাসেন্সিওর গোলে ৬ হাজারের শৃঙ্গে রিয়াল

ফিফা স্বীকৃত শতাব্দি শ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদের অর্জনের তালিকাটা বেশ সমৃদ্ধ। রেকর্ড বইয়ের খুব কম পাতাই আছে যেখানে ব্লাংকোসদের নাম নেই। বেটিসের বিপক্ষে ৩-৫ গোলের জয়ে আরো একটি রেকর্ড নতুন করে লেখালো লস ব্লাংকোসরা। ইতিহাসের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দল হিসাবে ৬ হাজার গোলের রেকর্ড এখন রিয়ালের। ৫৮ মিনিটে কার্ভাহালের বাড়ানো বল থেকে গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম অক্ষয় করে রাখলেন তরুণ অ্যাসেন্সিও। এটিই ছিলো রিয়ালের ৬ হাজার তম গোল।

গোলের এ যাত্রাটা শুরু হয়েছিলো ১৯২৮ সালে জ্যামি লাজকানোর মাধ্যমে। লা লিগাতে তিনি গোলটি করেছিলেন সিডি ইউরোপার বিপক্ষে। বাইশ বছর পর আসে ১ হাজার তম গোল। এবার স্কোরার ম্যানুয়েল ফার্নান্দেজ আর ২ হাজার তম গোলটি করেন রিয়াল কিংবদন্তি পাকো জেন্তো, পন্টেভেদ্রার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে। ২০ জানুয়ারী ১৯৮২ সালে ৩ হাজার তম গোল। এটি করেন রিয়ালের আরেক কিংবদন্তি হুয়ানিতো। ৩ হাজার থেকে ৪ হাজার তম গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে ঠিক বারো বছর তথা এক যুগ। রিয়াল ভ্যালাদোলিদ এর বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে ইভান জামারানো করেন ৪ হাাজর তম গোলটি। সাড়ে চার হাজার তম গোলটি রিয়াল সমর্থকদের কাছে বিশেষ কিছু। কারণ, এ গোলটি এসেছিলো রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেজের পা থেকে। ২০০৮ সালের সেপ্টেম্বরে আসে ৫ হাজার তম গোল। এটির স্কোরারও রিয়াল সমর্থকদের আরেকটি প্রিয় মুখ হোসে মারিয়া গুতি। তিনি গোলটি করেছিলেন ন্যুমান্সিয়ার বিপক্ষে।

সাড়ে পাঁচ হাজার তম গোলটি আসে বলকান জাদুকর লুকা মদ্রিচের পা থেকে মালাগার বিপক্ষে। আর ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে ৬ হাজার তম গোলটি করলেন মার্কো অ্যাসেন্সিও। উল্লেখ্য যে, ৫ হাজার থেকে ৬ হাজার গোলের ল্যান্ডমার্কে পৌঁছাতে রিয়ালের লেগেছে মাত্র ৩৬৩ ম্যাচ।

১ম গোল: জ্যামি লাজকানো

জ্যামি লাজকানো

১ হাজার তম গোল  : ম্যানুয়েল ফার্নান্দেজ

ম্যানুয়েল ফার্নান্দেজ (পাইনো)

২ হাজার তম গোল: পাকো জেন্তো

পাকো জেন্তো

৩ হাজার তম গোল: হুয়ানিতো

হুয়ানিতো

৪ হাজার তম গোল: ইভান জামারানো

ইভান জামারানো

৪ হাজার পাঁচশ তম গোল: রাউল গঞ্জালেজ

রাউল গঞ্জালেজ

৫ হাজার তম গোল : হোসে মারিয়া গুতি

হোসে মারিয়া গুতি

৫ হাজার পাঁচশ তম গোল  : লুকা মদ্রিচ

লুকা মদ্রিচ

৬ হাজার তম গোল : মার্কো অ্যাসেন্সিও

মার্কো অ্যাসেন্সিও