সুয়ারেজ-আলবার গোলে জয়ের ধারায় বার্সা

সুয়ারেজ-আলবার গোলে জয়ের ধারায় বার্সা

★ ২০১৭/১৮ সিজনে লা লিগায় টানা দুই ম্যাচে ড্রর পর জয়ের দেখা পেলো বার্সেলোনা।

লা লিগায় টানা ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে বার্সেলোনা। এটি লা লিগায় তাদের সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

সুয়ারেজ এইবারের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের প্রতিটি ম্যাচেই গোল করেছেন। (৫ম্যাচে ৭ গোল)

লা লিগায় সর্বোচ্চ এ্যাসিস্টের মালিক মিশেলের পাশে নাম লেখালেন মেসি। দুজনের এ্যাসিস্ট সংখ্যা ১৪৭ টি।

লা লিগায় এস্পানিওল ও গেতাফের সাথে টানা দুই ম্যাচ ড্রয়ের পর গতকালকের ম্যাচে এইবারের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। যদিও ম্যাচে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বার্সেলোনা। উল্টো ম্যাচের শুরুতে এইবারের আক্রমণ ভাগের কাছে বেশ চাপের মুখে পড়েছিলো পিকে-উমিতিরা। তবে দুইটি গোলের সুযোগ কাজে লাগিয়ে ঠিক ই জয় আদায় করে নিয়েছে মেসি -সুয়ারেজরা। এ জয়ের ফলে ২৪ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লগ টেবিলের ১ এ অবস্থান করছে ভালভার্দের শিষ্যরা।

এইবার ০ – ২ বার্সেলোনা

সুয়ারেজ (১৬”)

জর্ডি আলবা (৮৮”)

লাল কার্ড: ফ্যাবিয়ান ওরেল্লানা (৬৬“)

ম্যান অফ দ্যা ম্যাচ:পেপ ডোইপ

 

প্রথমার্ধে এইবারের প্রভাব বিস্তার

প্রথম আর্ধের শুরুতে বার্সেলোনার রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলে দেয় এইবারের আক্রমণভাগ। স্বাগতিকদের একের পর এক আক্রমণ প্রতিহত করতে করতে বার্সার রক্ষণের প্রায় টাল মাটাল অবস্থা। ঠিক তখনি ম্যাচের ১৬ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে মেসির বাড়িয়ে দেয়া এক অসাধারণ পাস থেকে বার্সার প্রথম গোলটি দেয় সুয়ারেজ। ম্যাচের ১৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টুকুতেও এইবারের আক্রমণ আটকানোতেই ব্যস্ত থাকতে হয়েছে বার্সার রক্ষণভাগকে তাছাড়া স্টেগানের বেশ কিছু ভালো সেভের জন্য প্রথম আর্ধে ১-০ গোল লিড নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। তবে মেসি বা আলবা যদি তাদের সুযোগ গুলো কাজে লাগাতে পারতো তাহলে হয়তো আরও বড় ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করতে পারতো কাতালানরা।

 

দ্বিতীয়ার্ধেও নিস্প্রভ বার্সেলোনা

প্রথমার্ধের সাথে দ্বিতীয়ার্ধের পার্থক্য খুব বেশি একটা ছিলো না। কারণ ১-০ গোলে পিছিয়ে থাকলেও নিজেদের মাঠে বার্সেলোনাকে বেশ চাপে রেখেছিলো এইবার। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এইবার মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছিলো তবে দূর্বল ফিনিশিং এবং স্টেগানের নৈপুণ্যতার কাছে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি এইবার। বিপরীতে বার্সেলোনার আক্রমণগুলো এইবারের রক্ষণের কাছেই প্রতিহত হচ্ছিলো। ম্যাচের ৬৬ মিনিটে রেফারির সিদ্ধান্তে বিরক্ত দেখিয়ে বল পাঞ্চ দেয়ায় ওরেল্লানাকে হলুদ কার্ড দেখান। এটি এই ম্যাচে তার দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। এতে করে ১০ জনের দলে রূপান্তর হয় এইবার। তার পরপরই আক্রমণের ধার অনেকটাই কমে যায় তাদের। রেফারির আরেকটি সিদ্ধান্তে ক্ষিপ্ত হলে এইবারের কোচকেও ডাক আউট থেকে সাসপেন্ড করে গ্যালারিতে পাঠিয়ে দেন ম্যাচ রেফারি। ম্যাচের ৮০ মিনিটে ডি বক্সের ভেতরে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হোন মেসি। খেলার প্রায় শেষ মুহুর্তে আবারও মেসি বেশ ভালো সুযোগ পেলে তার শ্যূট এইবার গোলকিপার মার্কো ঠেকিয়ে দিলেও একটু দূর থেকে ছুটে আসা জর্ডও আলবার শ্যূট আর ঠেকাতে পারেনি তিনি। শেষ মুহুর্তের আলবার এই গোলের সুবাদে বার্সা ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

হঠাৎ এইবারের চমক লাগানো পারফর্মেন্স

চার ম্যাচ পরে পরাজয়ের মুখ দেখলো এইবার। এ সিজনের মাঝ পথে এসে হঠাৎ আলোক ছড়াচ্ছে লা লিগার এই দলটি। কোনো তারকা ফুটবলার না থাকার পরও দূর্দান্তভাবে লিগে লড়ে যাচ্ছে এইবার। সিজনের শুরুতে সেভিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হলেও দ্বিতীয় দেখায় ৫-১ গোলে এক কথায় উড়িয়ে দিয়েছে সেভিয়াকে। থামিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়া, এস্পানিওয়লকে। সিজনের প্রথম দেখায় বার্সা যেখানে ৬-১ গোলে এইবারকে উড়িয়ে দিয়েছে আজ সেই এইবারের বিপক্ষে জয়ের জন্য বার্সাকে  কি পরিমাণ বেগ পেতে হয়েছে তা বেশ ভালো করেই ফুটে উঠেছিলো। সিজনের শুরুর দিকে ৯ ম্যাচে কোনো জয়ের দেখা না পাওয়া এইবার এখন ধারাবাহিক জয়ের পাশাপাশি এখন ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ এ অবস্থান করছে।

 

মেসির গোল ক্ষরা

মেসি আজকের ম্যাচে একটি এ্যাসিস্ট করলেও বেশ কিছু সহজ সুযোগ মিস ছিলো দৃষ্টিকটু। বিশেষ করে ম্যাচের ৩৬ মিনিটে প্রায় খালি গোলপোস্ট পেলেও তার শ্যূটটি সাইড বারে লেগে ফিরে আসে এটি মেসি ভক্তদের পাশাপাশি হতাশ করেছে স্বয়ং মেসিকেও।

এ সিজনের শুরু থেকেই মেসির পারফর্মেন্স ছিলো আকাশচুম্বী। প্রায় প্রতি ম্যাচে গোল -এ্যাসিস্ট ছিলো তার। কিন্তুু সর্বশেষ পাঁচ ম্যাচে যেনো নিজেকে খুঁজে পাচ্ছেন না এই বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। শেষ পাঁচ ম্যাচে কোনো গোল পাননি তিনি আর এ্যাসিস্টও করেছেন মাত্র দুইটি। এই সিজনে তার পারফর্মেন্স হিসেবে এরকম পরিসংখ্যান বেশ হতাশাজনক। তাছাড়া সামনের মঙ্গলবারে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। এমন সময় মেসির এমন অফ ফর্মে থাকা দলের কোচ এবং ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তবে মেসি এরকম সময় থেকে যেকোনো মুহুর্তে ফিরে এসে দলের হাল ধরতে পারে তার বহু প্রমাণ ইতিহাসের পাতায় রয়েছে। তাই তার এই গোলক্ষরা নিয়ে বার্সা কোচ ভালভার্দেও তেমন চিন্তিত নন। তিনি বলেছেন মেসির উপর তার আস্থা আছে। আর সে জানে মেসি যে কোনো সময় স্বরূপে ফিরে আসার ক্ষমতা রাখে।