সর্বকালের সেরা কে সে তর্ক চলছে, চলতেই থাকবে। বর্তমান সময়ের শ্রেষ্ঠত্ব নিয়েও ইদুর দৌড় চলছে মেসি রোনালদোর মধ্যে। এরই মাঝে গেলো সপ্তাহে গেটাফের বিপক্ষে নিজের প্রিয় মাঠ ন্যু ক্যাম্পে খেলে ফেললেন নিজের ৩০০তম ম্যাচ। একটু পিছনে ফিরে দেখা যাক তার এই পথ পরিক্রমা।
১. গেটাফের বিপক্ষে ম্যাচটি ছিলো বার্সেলোনার জার্সি গায়ে মেসির ৩০০ তম অফিসিয়াল ম্যাচ।

২.
• ৩০০ ম্যাচের ২০১টি ম্যাচ খেলেছেন লা লিগায়। করেছেন ২১২ গোল।
• ৫৬টি ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে, করেছেন ৫৫ গোল।
• ৩৪টি ম্যাচ খেলেছেন কোপা দেল রে তে, করেছেন ৩১ গোল।
• ৯টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ সুপার কাপে, করেছেন ১১ গোল।
এ পরিসংখ্যানটি শুধু ন্যু ক্যাম্পের।

৩. ন্যু ক্যাম্পে সর্বোচ্চ গোলের মালিক মেসি। নিজেদের মাঠে তার গোল ৩০৯টি।

৪. ন্যু ক্যাম্পে অ্যালবাসেতের বিপক্ষে অভিষেকেই গোল করেছিলেন মেসি, ২০০৫ সালে।

৫. ন্যু ক্যাম্পে মেসির প্রিয় প্রতিপক্ষ সেভিয়া। তাদের বিপক্ষে মেসির গোল ১৯টি। এরপরেই আছে এস্পানিওল ১৮টি গোল নিয়ে। ১৬টি করে গোল করেছেন ভ্যালেন্সিয়া, ওসাসুনা এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে।

৬. এক ম্যাচে পাঁচবার চার গোল এবং একবার পাঁচ গোল করার কৃতিত্ব রয়েছে তার।

৭. ন্যু ক্যাম্পে করা ২২টি হ্যাট্রিকের মধ্যে দর্শকদের কাছে সবচেয়ে প্রিয় মাদ্রিদের বিপক্ষে করা তার প্রথম হ্যাট্রিকটি।

৮. সবচেয়ে বেশী ২৮ বার মেসিকে অ্যাসিস্ট করেছেন দানি আলভেস। ১৯টি করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা এবং ১৭টি করেছেন লুইস সুয়ারেজ।

৯. সতির্থদের দিয়ে ক্যাম্প ন্যুতে মেসি করিয়েছেন ১০৫ গোল।

১০. শুধু বা পাই না, ডান পা, হেড এমনকি হাত দিয়েও গোল করেছেন মেসি।

• বা পায়ে করা তার গোল সংখ্যা ২৪৮টি
• ডান পায়ে ৫১টি
• হেডে ৯টি
• হাত দিয়ে ১টি