রেকর্ডময় রোনালদোয় রিয়ালের সহজ জয়

রেকর্ডময় রোনালদোয় রিয়ালের সহজ জয়

রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। বহুল আলোচিত ম্যাচের সকল জল্পনাকল্পনা ছাপিয়ে বিজয়ী দল রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক ফর্ম, লিগে খারাপ অবস্থান, কোপা দেল রে থেকে বাদ পরে যাওয়া, পিএসজির এই সিজনের অনন্য পারফর্মেন্স সব কিছুকেই পরাস্ত করে করে বিজয়ী রূপে প্রত্যাবর্তন করলো রিয়াল। সাথে কোয়ার্টার ফাইনালে যাবার রাস্তাটাও অনেক মসৃণ হয়ে গেল তাদের জন্য।

অনেকেই ধারণা করেছিলেন জিদান হয়তো বিবিসিকে একত্রে মাঠে নামাবেন ম্যাচের জন্য। কিন্তু শুরুর একাদশে বেলকে রাখেননি রিয়াল কোচ। আক্রমনভাগে রোনালদো, বেঞ্জেমার সাথে ছিলেন ইস্কো। অপরদিকে পিএসজি তাদের নিয়মিত আক্রমণ ভাগ এমবাপ্পে, নেইমার, কাভানি সকলকেই খেলিয়েছে এই ম্যাচে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলছিলো রিয়াল। কিন্তু খানিক পরে দু’দলই আক্রমনের মাত্রা কমিয়ে দেয় কিছুটা। ঘন্টার ৪ ভাগের ১ ভাগ পেরুতেই নাচোকে লাথি মারার দায়ে হলুদ কার্ড দেখেন নেইমার।

ম্যাচের প্রথম পরিষ্কার গোলের সুযোগ পেয়েছিল রোনালদো, মার্সেলোর নৈপুণ্যে সৃষ্ট সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রন। পিএসজিও সুযোগ সৃষ্টি করেছিলো বেশ কিছু। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কোন দলই।

অবশেষে ম্যাচের ৩৩ তম মিনিটে ডেড-লক ভেঙে দেন পিএসজির এন্ড্রিয়েন রাবিয়োট। কাউন্টার এ্যাটেকে নেইমারের এগিয়ে দেয়া বলে পিএসজিকে সেই মহামূল্যবান এ্যাওয়ে গোলটি এনে দেন রাবিয়োট। কিন্তু ১-০ গোলের সেই লিড নিয়ে অবশ্য খেলার দ্বিতীয়ার্ধে যাওয়া হয়নি পিএসজির। প্রথমার্ধের খেলা যখন আর এক মিনিট বাকি তখন রোনালদো পেনাল্টি থেকে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান। এই গোলটি ছিল রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগে রোনালদোর করা ১০০তম গোল। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল।

দ্বিতীয়ার্ধে ফ্রন্ট ফুটে ছিলো পিএসজি। শুরুতেই এমবাপ্পে গোল লক্ষ্য করে এক দারুণ নিচু শট করেন। যা ঠেকিয়ে দেন কেইলর নাভাস। ম্যাচের ৬৬ তম মিনিটি কাভানির পরিবর্তে মাঠে নামেন থমাস মুনিয়ের এবং বেঞ্জেমার পরিবর্তে মাঠে নামেন গ্যারেথ বেল। এরই মাঝে রামোসের একটি হ্যান্ডবল উপেক্ষা করেন রেফারি। পাশাপাশি নেইমারের মাদ্রিদ পেনাল্টি বক্সের মধ্যে ডাইভ দেয়ার অপরাধে মাদ্রিদের পক্ষে ফ্রি-কিক দিলেও নেইমারকে ২য় হলুদ কার্ড দেখাননি তিনি।

ম্যাচের যখন আর ৭ মিনিট বাকি তখন উল্লাসে ফেটে পরে সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত মাদ্রিদ সমর্থকরা। এসেন্সিওর ক্রস থেকে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ১০১ তম গোলটি করেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ম্যাচের লীড নেয়। কিছুটা ভারমুক্ত হন জিদান এবং মাদ্রিদ সমর্থকরা।

ঠিক তার ৩ মিনিট পরে কিছুটা ডিফ্লেকশন এর সাহায্য নিয়ে মার্সেলোর করা শট খুঁজে নেয় জালের ঠিকানা। রিয়াল মাদ্রিদ পেয়ে যায় একটি শক্ত লীড। ম্যাচের বাকি সময়ে কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। এই জয়ের সাহায্যে কোয়ার্টার ফাইনাল এর দিকে এক পা বাড়িয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। পরের লেগের খেলা অনুষ্ঠিত হবে প্যারিসে ৭ মার্চ।

 

এই ম্যাচের মধ্য দিয়ে সৃষ্ট রেকর্ডঃ

 রোনালদো ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে একই ক্লাবের হয়ে ১০০ গোল করার রেকর্ড গড়লেন। (মাদ্রিদের হয়ে তিনি ৯৫ ম্যাচে করেছেন ১০১ গোল।)

প্রথম খেলোয়াড় হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লীগের পরপর ৭ টি আসরে ১০ বা তার অধিক গোল করলেন। ইতিহাসের আর কোন খেলোয়াড় পরপর ২ সিজনের বেশি এই কীর্তি করে দেখাতে পারেনি।

 

কিছু পরিসংখ্যানঃ

১. রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট স্টেজের তাদের শেষ ৭টি হোম ম্যাচের সবগুলোই জিতেছে।

২. চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ১২ ম্যাচে ২১ গোল করেছেন রোনালদো। এই বারো ম্যাচে একমাত্র তিনি ২০১৭ এর মে মাসে এথলেটিকোর বিপক্ষে গোল করতে ব্যর্থ হন।

৩. চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট সেটেজে নিজেদের সবশেষ ২ টি ম্যাচের ২ টিতেই হেরেছে পিএসজি।