দ্বিতীয় লেগে আশাবাদী নেইমার-আলভেস

দ্বিতীয় লেগে আশাবাদী নেইমার-আলভেস

রিয়ালের বিপক্ষে বিধ্বস্ত হবার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নেইমার-রোনালদো শো হবার সমস্ত সম্ভাবনা থাকলেও ম্যাচের পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ। দু গোল করে রিয়ালকে এনে দিয়েছেন দারুণ এক জয়। বিপরীতে নিষ্প্রভ নেইমারের ললাটে জুটেছে একটি হলুদ কার্ড। যদিও, এ ম্যাচেই সব কিছুর শেষ দেখছেন না তিনি। রিপোর্টারদের মুখোমুখি হয়ে নেইমার বলেন “এখনো কোনো কিছুই নির্ধারিত হয়ে যায়নি। দ্বিতীয় লেগের খেলা এখনো বাকি।”

কথা বলেছেন রিয়ালে নিজের সম্ভাব্য গমন এবং পিএসজিতে জমাট বাঁধা অসন্তোষ নিয়েও। তিনি বলেন “আমার সাথে পিএসজির চুক্তি রয়েছে, আমি এই মুহুর্তে পিএসজিতিই খুশি।”

সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ দানি আলভেসও। আলভেস বলেন, “আমরা খুব ভালো লড়াই করেছি। কিন্তু আমরা ধারাবাহিক ছিলাম না, এবং বার্নাব্যুতে এমন কিছু বেশ ক্ষতির কারণ হয়ে দাড়ায়। এ মাঠে আপনার রিল্যাক্স করার সামান্যতম সুযোগ নেই, কারণ আপনি যদি তা করার চেষ্টা করেন, দেখুন ফলাফল কি দাড়ায়।”

এরপর নেইমারের সাথে সুর মিলিয়ে তিনি বলেন, “এখন, রিয়াল যদি পরবর্তী রাউন্ডে যেতে চায়, তাহলে প্যারিসে তাদের খুবই ভালো খেলতে হবে। মিডিয়া বহু কিছুই বলবে। নিজেদের মাঠে হলেও রিয়ালের বিপক্ষে নিজেদের ফেভারিট মনে করে মাঠে নামাটা বেশ কঠিন।”

নেইমার-আলভেসরা নিজেদের মনোবল ধরে রাখার জন্য কিছু অণুপ্রেরণাদায়ী কথা বললেও বাস্তবতা হচ্ছে পিএসজি ইতোমধ্যেই ইউসিএল থেকে এক প্রকার ছিটকে গিয়েছে।