পিএসজির বিপক্ষে প্রমাণ দেয়ার কিছু নেই : জিদান

পিএসজির বিপক্ষে প্রমাণ দেয়ার কিছু নেই : জিদান

এবার রিয়াল-পিএসজি ম্যাচ নিয়ে মুখ খুললেন জিদান। এক ফুৎকারেই যেন উড়িয়ে দিলেন সব সমালোচকদের। সরাসরিই বললেন পিএসজির বিপক্ষে নিজেকে নতুন করে প্রমাণের কিছুই নেই তার।

মৌসুমের একমাত্র সম্ভাব্য শিরোপা জয়ের পথে অন্যতম বাধার সামনে দাড়িয়ে জিদান বলেন “আমাদের সম্পর্কে মানুষ যা ভাবছে সেটা পরিবর্তন করতে আমরা মাঠে নামবো না, আমি বরং আমার নিজের কাজের দিকেই মনোযোগ দিতে চাই, যেটা আমার প্যাশন। আমি বেশ কিছু জিনিস করার চেষ্টা করবো, কিন্তু সবটা তো আমার হাতে নেই।”

“আমার কালকে নিজেকে নতুন করে চেনানোর কিছু নেই, আমি যা করতে পারি তা হল ম্যাচে পুরো ফোকাস ধরে রাখা এবং এই মুহুর্তে আমার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ আমার সম্পর্কে কি বললো সেটা না।” দলের চাপে থাকার বিষয়টিও নাকচ করে দিয়ে এমন কথা বললেন ফরাসি কোচ।

“আমি খুবই খুশি এভাবে খেলে, এবং আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই” বলেন জিদান। আমরা সব সময় যেভাবে প্রস্তুতি নেই এবারও সেভাবেই নিয়েছি। মাদ্রিদে সব সময়ই চাপ থাকে, এটা বাড়তি কিছু না।”

তিনি কথা বলেছেন রোনালদো-নেইমার প্রসঙ্গেও। “আমরা দুই জন গ্রেট খেলোয়াড় সম্পর্কে কথা বলছি, কিন্তু দিন শেষে লড়াইটা মাদ্রিদ এবং পিএসজির মধ্যে, নেইমার-রোনালদোর মধ্যে না। ক্রিশ্চিয়ানোর অসাধারণ কিছু অর্জন রয়েছে। যেমন পাঁচটি ব্যালন ডি অর। আমি তাদের মধ্যে কোনো তুলনায় যেতে চাই না। সবাই জানে নেইমার মাঠে কি করতে পারে, তাদের দুই জনেরই যোগ্যতা আছে ম্যাচে ব্যবধান গড়ে দেয়ার।”

এরপরেই তিনি কথা বলেন দল নিয়ে। জিদান বলেন “আমার জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো দলের ম্যাচে ফোকাস করা। আমরা অপেক্ষা করে আছি ম্যাচে কি ঘটে সেটি দেখার জন্য। এটা গুরুত্বপূর্ণ না যে কারা ম্যাচটি শুরু করবে, গুরুত্বপূর্ণ হলো কিভাবে ম্যাচটা নিয়ন্ত্রণ করা যায়।”

উল্লেখ্য যে, লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা রিয়ালের এ মৌসুমের শিরোপা জয়ের একমাত্র সুযোগ এই চ্যাম্পিয়ন্স লিগেই। আর শেষ ষোলোর প্রথম রাউন্ডে রিয়াল মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজির। ম্যাচটি শুরু হবে রাত ১ টা ৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টেন ২।