য়্যুভেন্তাসের মুখোমুখি হতে প্রস্তুত স্পার্সরা

য়্যুভেন্তাসের মুখোমুখি হতে প্রস্তুত স্পার্সরা

• আজ রাতে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি জুভ-স্পার্সরা
• ‎খেলা শুরু ১ টা ৪৫ মিনিটে
• ‎ম্যাচটি হবে য়্যুভেন্তাস স্টেডিয়াম, তুরিনে
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের প্রথম দিনটিই শুরু হচ্ছে তুড়িনের বুড়ি য়্যুভেন্তাস-টোটেনহ্যাম ম্যাচ দিয়ে। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে এফসি বাসেল এবং ম্যান সিটি।
য়্যুভেন্তাস-স্পার্স
ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনের ইতিহাসে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে এ দু দল। প্রতিপক্ষ অচেনা, তার ওপর স্পার্সদের জন্য অস্বস্তির কারণ দয়ে দাড়াচ্ছে ইতালির মাটিতে তাদের অতীত রেকর্ড। এর আগে ইতালিতে খেলা আট ম্যাচে মাত্র একবারই জয়ের মুখ দেখেছে স্পার্সরা। বিপরীতে জয় মাত্র একটি, এবং ড্র তিনটি। এ অস্বস্তিতে বাড়তি মাত্রা যোগ করছে ঘরের মাঠে জুভদের রেকর্ড। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ ২৬ ম্যাচ অপরাজিত মাসিমালিয়ানো অ্যালেগ্রির দল।
* টটেনহামের জন্য স্বস্তির খবর ইনজুরির কারণে জুভরা মিস করতে পারে লিচ্স্টাইনার, কুয়াদরাদো, মাতুওদি, বার্জগালি এবং ডিবালাকে। অপরদিকে পূর্ণ শক্তির স্কোয়াডই পাবেন মারিও পাচেত্তিনো।
খেলাটা হবে মূলত জুভদের রক্ষণ বনাম স্পার্সদের আক্রমণভাগের মধ্যে। চলতি বছরে এখনো কোনো গোল খায়নি তুড়িনের বুড়িরা, অপর দিকে স্পার্সদের মূল ভরসা ফর্মের তুঙ্গে থাকা হ্যারি কেন।
পার্থক্য গড়ে দিতে পারে স্পার্সদের আক্রমণ এবং জুভদের গোল করার ব্যার্থতাও। চলতি মৌসুমে উচলে ম্যাচ প্রতি ২.৩৩ গড়ে স্পার্সদের গোল ১৪টি। বিপরীতে ১.১৭ গড়ে গোল করেছে মাত্র ৭ টি।
প্লেয়ারস টু ওয়াচ
হ্যারি কেন (টটেনহাম হটস্পার)
চলতি মৌসুমে নিজের সেরা সময় পার করছেন এই ইংলিশ ফরোয়ার্ড। এউসিএল এ তার গোল সংখ্যা ৬ টি, সাথে আছে একটি অ্যাসিস্ট।
গঞ্জালো হিগুয়েইন (য়্যুভেন্তাস)
অপরদিকে প্রতিপক্ষের জালে বল জড়ানোর জন্য তুরিনের ক্লাবটি চেয়ে থাকবে আর্জেন্টাইন ফরোয়ার্ড হিগুয়েইন এর দিকে। সর্বশেষ চার ম্যাচে একটি হ্যাট্রিকসহ তিনি করেছেন ৫ গোল।
ম্যাচটি পরিচালনা করবেন জার্মান রেফারী ফেলিক্স ব্রিচ।