বন্ধুরাষ্ট্রের তালিকা থেকে ভারতকে কি বাদ দিয়েছে মালদ্বীপ? চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতির ব্যাখ্যা দিতে মালদ্বীপ সরকারের একটি প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্তের খবরের প্রেক্ষিতে এমন প্রশ্ন উঠেছে ভারতীয় গণমাধ্যমে। আউটলুক ইন্ডিয়ার বিশ্লেষণে একথা বলা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইউম এর কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে তিনজন মন্ত্রীর বিদেশ সফরের কথা জানানো হয়। চীন, পাকিস্তান ও সৌদি আরবের উদ্দেশে গত ৮ই ফেব্রুয়ারি দেশত্যাগ করেন মন্ত্রীরা।
অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী মোহাম্মদ সায়ীদ চীনে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোহামেদ আসিম পাকিস্তানে এবং মৎস ও কৃষি বিষয়ক মন্ত্রী ড. মোহামেদ শায়নী সৌদি আরবে যান। বিবৃতিতে বলা হয়, বন্ধুরাষ্ট্রসমূহের নিকট দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে এ প্রতিনিধিদেরকে পাঠানো হচ্ছে। এমন সময়ে এই প্রতিনিধিদের পাঠানো হলো যেদিন চীনের পররাষ্ট্র দফতর ভারতকে মালদ্বীপে সেনা মোতায়েন না করতে কড়া হুশিয়ারি জানিয়েছে।
যদিও মালদ্বীপ একে সফরসূচির বিভ্রাট বলেই উল্লেখ করেছে। মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ মোহামেদ পিটিআইকে বলেছেন, ভারতীয় নেতৃবৃন্দের সময়সুযোগের সাথে না মেলায় সেখানে প্রতিনিধি পাঠানো সম্ভব হয়নি।
এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ সংকট নিয়ে টেলিফোনে আলাপ করেন। এ সময় তারা মালদ্বীপে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান জানান। এ সময় অবশ্য রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন ট্রাম্প।
সম্প্রতি মালদ্বীপ সরকারকে সুপ্রিম কোর্টের দেয়া বিরোধীদলীয় নেতৃবৃন্দকে জেল থেকে মুক্তি দেয়ার আদেশ অমান্য করলে অচলাবস্থার সৃষ্টি হয়। সেনা বাহিনী সংসদ দখল করে সিলগালা করে দেয়। সে সময় বিরোধীদলীয় ২ জন সংসদ সদস্যকেও আটক করা হয়। মালদ্বীপের রাজনীতি যুক্তরাষ্ট্র ও ভারতঘেঁষা এবং চীন ও পাকিস্তানঘেঁষা এ দুটি ধারায় বিভক্ত। বর্তমানে ক্ষমতাসীন আব্দুল্লাহ ইয়ামিনের সরকার পররাষ্ট্রনীতিতে চীন ও পাকিস্তানের প্রতি বিশেষভাবে মনযোগী বলে মনে করা হয়।
তবে সৌদি আরব ও চীন উভয়েই তাদের সামরিক ও ভৌগলিক স্বার্থ থেকে আগ্রহ দেখাচ্ছে। চীন এই দ্বীপরাষ্ট্রটিকে তার নাকের ডগায় অবস্থিত বলেই মনে করে। স্বভাবতই এখানে ভারত বা যুক্তরাষ্ট্র কারো দখলদারিত্ব ও নেতৃত্ব মেনে নেবে না। অন্যদিকে সৌদি আরবের প্রতিদ্বন্দী রাষ্ট্র ইরানের দুরত্ব এখান থেকে মাত্র তিন ধন্টা।