দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দ্বীপরাষ্ট্র মালদ্বীপের স্বশস্ত্র বাহিনী দেশটির সংসদ ভবনের দখল নিয়েছে। এ সময় দুই সংসদ সদস্যকে গ্রেফতারও করে সেনাবাহিনী। পুলিশ আলজাজিরা-কে জানায়, আদালতের দেয়া আদেশ সত্ত্বেও প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন রাজবন্দিদের মুক্তি দিলে নিরাপত্তা বাহিনী ওই পদক্ষেপ নেয়। বিরোধী দলের যে দুই সংসদ সদস্যকে আটক করা হয়েছে তারা হলেন আবদুল্লাহ সিনান ও ইলহাম আহমেদ।
অন্যদিকে ভারী সামরিক উপস্থিতির মধ্যে বিরোধীদলীয় কয়েক নেতাকে পার্লামেন্টে ঢুকতে দেয়া হয়েছে। পার্লামেন্টারি সেক্রেটারি জেনারেল আহমেদ মোহামেদ রবিববার সকালে কোনো কারণ উল্লেখ না করে পদত্যাগ করেন। সোমবারই চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
মালে-র সেনা সদর দপ্তরে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মালদ্বীপের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমেদ সিয়াম। এ সময় বলা হয়, ‘বৈধ সরকারকে সুরক্ষা দিতে’ তারা সবাই প্রয়োজনে ‘জীবন বিসর্জন দিতে রাজি’। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
বৃহস্পতিবারের আদেশে সুপ্রিম কোর্ট যে ১২ সংসদ সদস্যকে তাদের পদে বহাল করার আদেশ জারি করেছিলেন, গ্রেফতার হওয়া দু’জন তাদের মধ্যে আছেন। পদ ফিরে পাওয়ার বদলে তারা উল্টো গ্রেফতার হলেন। মালদ্বীপের সংসদে বর্তমানে বিরোধিদলীয় সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ। এ কারণে পার্লামেন্ট অধিবেশন বসলে সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
বিরোধিদলীয় সংসদ সদস্য মোহামেদ সলিহ এক বিবৃতিতে ওই গ্রেপ্তারের প্রতিবাদও জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচিত ও জনগণের ম্যান্ডেটধারী সংসদ সদস্যদের গ্রেফতারের ঘটনা বেআইনি। অবিলম্বে আমাদের এমপিদের মুক্তি দিতে হবে।
জোর করে ক্ষমতায় থাকতে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বেআইনিভাবে এসব করছেন বলে মোহামেদ সলিহ অভিযোগ করেন। তিনি বলেন, তার (আবদুল্লাহ ইয়ামিন) অ্যাটর্নি জেনারেল যেমন বেআইনিভাবে সর্বোচ্চ আদালতকে কলুষিত করেছেন তেমনি সেনাবাহিনীও আইন অমান্য করেছে।
রবিববার রাতে রাজধানী মালের রাস্তায় বিরোধিদলীয় সমর্থকরা মিছিল করেন। এ সময় তারা সরকারকে আদালতের নির্দেশ মেনে নেয়ার আহ্বান জানান।
#HappeningNow
Peaceful protesters gathered near #MDP Haruge with joined MPs continue to call on the govt to follow the Supreme Court's ruling & to stop intimidating the judiciary.#Maldives pic.twitter.com/89JDD2EZj7— Nauty 🎈 (@nautymatox) February 4, 2018
সরকারদলীয় প্রেসিডেন্ট ইয়ামিনের সমর্থকরাও রাস্তায় অবস্থান নিয়েছেন।
tonight’s rally in support of the government and President Yameen..🇲🇻 #Maldives pic.twitter.com/uFCKu90O24
— Mohamed Saeed (@em_saeed) February 4, 2018
জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশকিছু বিদেশি সরকার দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
দ্বীপরাষ্ট্রটিতে অবস্থানরত পর্যটক বা সফররত বিদেশিদের কোনাে ক্ষতি হবে না উল্লেখ করে বিবৃতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Maldives assures no threat to tourists amidst political chaosPeople gathered in front of MDP’s main hub in capital…
Posted by Maldives Times on Sunday, February 4, 2018