সারাবিশ্বের মত বাংলাদেশেও আয়োজিত হল পর্তুগিজ ফুটবল তারকা “দ্য বেস্ট” ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩৩তম জন্মদিবস। ঢাকার ধানমন্ডির প্লাটিনাম ক্লাব রেস্টুরেন্টে এই আয়োজন করে ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যানস গ্রুপ অফ বাংলাদেশ’। প্রায় শত সংখ্যক রোনালদো-প্রেমী সমবেত হয়ে আনন্দের সাথে পালন করে তাদের প্রিয় তারকার জন্মদিন। টানা তৃতীয়বারের মতো এ আয়োজন করলো ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যানস গ্রুপ অফ বাংলাদেশ’।

এবারের আয়োজনে অতিথি হিসাবে ছিলেন ঢাকা আবাহনী ক্লাব লি. এবং জাতীয় দলের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু এবং মুক্তিযোদ্ধা সংসদের স্ট্রাইকার মোঃ শিহাব আহমেদ। রোনালদো ভক্তরা কেক কেটে, বেলুন উড়িয়ে উদযাপন করেন পাঁচবারের ব্যালন জয়ী এ তারকার জন্মদিন। বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ উদযাপন। রোনালদো ফ্যানস গ্রুপের এডমিন এম আই রানা এ আয়োজন অব্যাহত রাখার কথা জানান। প্রসঙ্গত ২০১৬ থেকেই বেশ উৎসাহের সাথে রোনালদোর জন্মদিন আয়োজন করে আসছে এ গ্রুপটি।