ইপিএলের ২৬তম রাউন্ডের খেলায় গতকাল জয়ের দেখা পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, বর্নমাউথ, ব্রাইটন, সাউথম্পটন। অন্যদিকে ড্র করেছে ম্যানচেস্টার সিটি, ব্রুনলি, লিস্টার সিটি ও সোয়ানসি সিটি।
আর্সেনাল ৫ – ১ এভারটন
এমিরেটস স্টেডিয়ামে আজ গোল উৎসবে ভেসেছে আর্সেনাল। ম্যাচের প্রথম গোলটি আসে অ্যারন রামেসির পা থেকে ম্যাচের ৬ মিনিটে। ১৪ মিনিটের মাথায় গোল করে দলকে ২-০ তে লিড এনে দেয় লরেন্ট কোসিনলি।তার ৫ মিনিট পরই আবার গেল করেন রামেসি। ম্যাচের ৩৭ মিনিটে গোল করেন আর্সেনালের হয়ে অভিষিক্ত স্ট্রাইকার আবামিয়াং। তখন ই প্রায় আর্সেনালের জয় নিশ্চিত হয়ে যায়। প্রথমার্ধ ৪-০ তে শেষ করে গার্নাসরা। দ্বিতীয় আর্ধের শুরু থেকে আর্সেনাল আক্রমনাত্মক খেলতে চাইলেও প্রথম আর্ধের মত সুবিধা করতে পারছিলো না। ৬৪ মিনিটে কালভার্ট লেউইনের গোলে নাম মাত্র ব্যবধান কমায় এভারটন।
৭৪ মিনিটে আবারও গোল করে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক তুলে নেন অ্যারন রামেসি।সাথে সাথে সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আর্সেনালে পাড়ি জমানো মিখিতারিয়ান তার অ্যাসিস্টের হ্যাট্রিকও তুলে নেন এই ম্যাচে।
এই ম্যাচে জয়ের মাধ্যমেে ২৬ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ এ অবস্থান করছে আর্সেনাল এবং সমান সংখ্যক ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ এ অবস্থান করছে এভারটন।
গোল স্কোরার:
অ্যারন রামেসি (৬”,১৯”,৬৪”)
কোসিনলি (১৪”)
অবামিয়াং (৩৭”)
কালভার্ট লেউইন (৬৪”)
ম্যান অফ দ্যা ম্যাচ: অ্যারন রামেসি (আর্সেনাল)
ম্যানচেস্টার ইউনাইটেড ২ – ০ হোর্ডেসফিল্ড
নিজেদের মাঠে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে বেশ চাপে রেখে ছিলো মৌরিনহোর শিষ্যরা। তবে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি রেড ডেভিলসরা। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৫৫ মিনিট। ম্যাচের ৫৫ মিনিটের সময় লুকাকুর পা থেকে ইউনাইটেডের প্রথম গোলটি আসে। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি পায় রেড ডেভিলরা।
কিন্তুুু বেশ দক্ষতার সাথে সানচেজের নেয়া পেনাল্টি শ্যূটটি সেভ করেন প্রতিপক্ষ গেলকিপার। তবে শেষ রক্ষা আর হয়নি। সেভ করা বলটিকেই আবার জালে জড়ান সানচেজ। তার সাথে সদ্য আর্সেনাল থেকে ইউনাইটেডে যোগ দেয়া সানচেজ ইউনাইটেডের হয়ে তার প্রথম গোলটিও করে ফেললেন। শেষ পর্যন্ত এই ২-০ গোলে ম্যাচে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
এ জয়ের মধ্য দিয়ে ২৬ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনািটেড অন্যদিকে ২৬ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৯ এ অবস্থান করছে হোর্ডেসফিল্ড।
গোল স্কোরার:
লুকাকু (৫৫”)
সানচেজ (৬৮”)
ম্যান অফ দ্যা ম্যাচ: সানচেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
ব্রাইটন ৩ – ১ ওয়েস্ট হাম ইউনাইটেড
দিনের অন্য খেলায় জয় পেয়েছে ব্রাইটন। নিজেদের মাঠে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটন। ম্যাচের ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় গ্লেন মৌরি কিন্তুু ৩০ মিনিটের মাথায় হার্নান্দেজের গোলে ম্যাচে ফিরে ওয়েস্ট হাম ইউনাইটেড।
প্রথম আর্ধ ১-১ এ শেষ হলেও দ্বিতীয় আর্ধ শুরুর পর ম্যাচের ৫৯ মিনিটে জোসে ইজকোয়েরডো র গোলে এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে দলকে ৩-১ এ লিড এনে দেয় প্যাসকেল গ্রস। বাকি সময়ে আর কোনো দলই গোল পায় নি তাই ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় ব্রাইটন। ২৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে ১২ তে অবস্থান করছে ওয়েস্ট হাম ইউনাইটেড এবং সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ১৩ তে অবস্থান করছে ব্রাইটন।
গোল স্কোরার:
গ্লেন মৌরি (৮”)
জাভিয়ের হার্নান্দেজ (৩০”)
জোসে ইজকোয়েরডো (৫৯”)
প্যাসকেল গ্রস (৭৫”)
ম্যান অফ দ্যা ম্যাচ: প্যাসকেল গ্রস। (ব্রাইটন)
ওয়েস্ট ব্রুমউইচ ২ – ৩ সাউথম্পটন
নিজেদের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও হেরেছে ব্রুমউইচ। ম্যাচের ৪ মিনিটে আহমেদের গোলে এগিয়ে যায় ব্রুমউইচ। ব্রুমউইচ ৪০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও পরে মারিও লেমিনার গোলে সাউথম্পটনকে সমতায় ফেরান।তার ৩ মিনিট পরেই স্টিপেনের গোলে এগিয়ে যায় সাউথম্পটন। ৫৫ মিনিটে ওয়ার্ড প্রয়েসের গোলে সাউথম্পটনকে ৩-১ গোলে লিড এনে দেয়। পরবর্তীতে ৭২ মিনিটে সালোমন রনডনের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা দেখালেও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ব্রুমউইচকে। ২৬ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ তে অবস্থান করছে সাউথম্পটন এবং সমান সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে ব্রুমউইচ।
গোল স্কোরার:
আহমেদ (৪”)
মারিও লেমিনা (৪০”)
স্টিপেন (৪৩)
রনডন (৭২”)
ম্যান অফ দ্যা ম্যাচ: মারিও লেমিনা (সাউথম্পটন)
বার্নেমাউথ ২ – ১ স্টোক সিটি
ম্যাচের ৫ মিনিটের মাথায় শাকিরীর গোলে এগিয়ে যায় স্টোক সিটি। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও শেষ মুহুর্তে রক্ষনভাগের ভুলে ৭০ মিনিটে জসুয়া কিং এবং ৭৯ মিনিটে লৌস মোওসেটের গোলে এগিয়ে যায় বার্নেমাউথ। এই ম্যাচে জয়ের পর ২৬ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৯ অবস্থান করছে বার্নেমাউথ এবং সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮ তে অবস্থান করছে স্টোক সিটি।
গোল স্কোরার:
শাকিরী (৫”)
জসুয়া কিং (৭০”)
লৌস মোওসেট (৭৯”)
ম্যান অফ দ্যা ম্যাচ: শাকিরী (স্টোক সিটি)
ব্রুনলি ১ – ১ ম্যানচেস্টার সিটি
ব্রুনলির কাছে হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২২ মিনিটে ড্যানিলোর গোলে এগিশে যায় সিটিজেনরা। তারপর আক্রমন করলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না ম্যানসিটি। তবে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও শেষ সময়ে গুডমোডসনের গোলে সমতায় ফেরে ব্রুনলি শেষ পর্যন্ত ব্রুনলির সাথে পয়েন্ট ভাগ করে নিতে ম্যানসিটিকে। যদিও এতে তাদের খুব বেশি ক্ষতি হয়নি। ২৬ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে ১ এ অবস্থান করছে ম্যানসিটি অন্যদিকে সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৭ এ অবস্থান করছে ব্রুনলি।
গোল স্কোরার:
ড্যানিলো (২২”) (ম্যানসিটি)
গুডমোডসন (৮২”) (ব্রুনলি)
ম্যান অফ দ্যা ম্যাচ: ড্যানিলো (ম্যানচেস্টার সিটি)
লিস্টার সিটি ১ – ১ সোয়ানসি
নিজেদের মাঠে ম্যাচের ১৭ মিনিটে জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় লিস্টার সিটি। প্রথমার্ধে লিড ধরে রাকলেও দ্বিতীয় আর্ধ শুরুর ৭ মিনিটের মাথায় গোল পরিশোধ করে সোয়ানসি। ম্যাচের বাকি সময়টুকু দু দল গোলের জন্যও মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি কেউই। তাই পয়েন্ট ভাগ করে নিয়ে খুশি থাকতে হয় তাদের।
২৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ এ অবস্থানকরছে লিস্টার সিটি এবং ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭ তে অবস্থান করছে সোয়ানসি।
গোল স্কোরার:
জেমি ভার্ডি (১৭”) (লিস্টার সিটি)
ফেডরিকো ফার্নান্দেজ (৫৩”) (সোয়ানসি)
ম্যান অফ দ্যা ম্যাচ: ফেডরিকো ফার্নান্দেজ (সোয়ানসি)