মালয়েশিয়ায় ‘পদ্মাবত’ নিষিদ্ধ

মালয়েশিয়ায় ‘পদ্মাবত’ নিষিদ্ধ

মুসলিম শাসককে ভুলভাবে উপস্থাপনের কারণ উল্লেখ করে বলিউডের বিগ বাজেটের সিনেমা ‘পদ্মাবত’ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া সরকার। ভারতেও পদ্মাবত-এর মুক্তি নিয়ে তুলকালাম ঘটে চলেছে।

ভারতে চতুর্দশ শতকের মুসলিম শাসক আলাউদ্দিন খিলজি এবং তৎকালীন রাজপুত শাসক রতন সিং ও হিন্দু রানী পদ্মাবতী-র কাহিনী নিয়ে সিনেমাটিতে নির্মিত।

বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লিলা বানসালির ওই সিনেমাটি মুক্তির বিরেধিতায় হিন্দু রাজপুতরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তাদের মতে, ইতিহাস বিকৃতির মাধ্যমে হিন্দু রানী পদ্মিনীর অসম্মান করা হয়েছে এতে।

অনেক বাধার মুখে অবশেষে ভারতের সুপ্রিম কোর্টে গড়ায় সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট অনাপত্তি জানালে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়।

শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সারা দেশের কোনো সিনেমা হলে ‘পদ্মাবত’ চলচ্চিত্রের প্রদর্শনী করা যাবে না। কারণ এতে মুসলিম শাসক আলাউদ্দিন খিলজকে ভুলভাবে চিত্রায়িত করা হয়েছে।

দি স্ট্রেইটস টাইমস’ জানায়, মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, ‌এমনভাবে দেখানো হয়েছে যেন সুলতান আলাউদ্দিন খিলজি অমানবিক, হিংস্র ও চরম আক্রমণাত্মক ছিলেন এবং কোনাে ইসলামি জীবন বিধান মানতেন না।’

মালয়েশিয়ার ফিল্ম সেন্সরশিপ বোর্ড জানায়, সিনেমাটি প্রদর্শনীর অনুমতি দেয়া হচ্ছে না।

সিনেমাটির ট্রেইলারে সুলতান আলাউদ্দিন খিলজিকে রক্ত ও কাদামাখা হিংস্র চেহারার পুরুষ হিসেবে দেখানো হয়েছে।

মালয়েশিয়য়ে বলিউডের সিনেমার ব্যাপক বাজার রয়েছে। ভারতের প্রবাসীরা ছাড়াও স্থানীয়রাও বলিউডের সিনেমা দেখে থাকে। ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার মুসলিম দেশটিতে ৭ শতাংশ ভারতীয় বসবাস করছেন।

এর আগেও মালয়েশিয়ান সেন্সরশিপ বোর্ড বেশকিছু সিনেমা নিষিদ্ধ ঘোষণা করে। ২০১৪ সালে বাইবেলভিত্তিক ড্রামা ‘নোয়াহ’ নিষিদ্ধ করা হয়। এছাড়া যৌনতার চিত্র থাকার অভিযোগে ২০১৫ সালে ‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমাটিও নিষিদ্ধ করা হয়।