বার্সার বিপক্ষে বাঁশি বাজায় না রেফারি

বিতর্কিত বার্সা-আলাভেস ম্যাচ

বার্সার বিপক্ষে বাঁশি বাজায় না রেফারি

বার্সা-আলাভেস ম্যাচে বেশকিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন রেফারি ইগনাসিও ইগলেসিয়াস। বিশেষ করে ৮৯ মিনিটে নাকচ করে দেয়া আলাভেস-এর পেনাল্টির দাবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

সোর্স : মারকা

 

• বার্সেলোনা আলাভেসের ম্যাচে বার্সার জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রেফারি ইগনেসিও ইগলেসিয়াস-এর বিতর্কিত কিছু সিদ্ধান্ত। ম্যাচে সমতা ফেরানো সুয়ারেজের গোলটি বিল্ডআপের সময় বল পিকের হাতে লাগলেও রেফারি খেলা চালিয়ে যান।
• ৮৪ মিনিটে যে আক্রমণ থেকে বার্সা ফ্রি কিক আদায় করে নেয় ওই ফ্রি কিক থেকে করা মেসির গোলটিই হয়ে ওঠে ফল নির্ধারক। ওই আক্রমণের সময় পাকো ছিলেন পরিষ্কার অফসাইড পজিশনে। এটিও রেফারির নজর এড়িয়ে যায়।
• ‎সবশেষে ৮৯ মিনিটে বার্সার ডি বক্সে মুনির হাদ্দাদির জোড়ালো শুট উমতিতি-র হাতে লাগলে পেনাল্টির জোড়ালো দাবি তোলনি আলাভেসের খেলোয়াড়ররা। এবারও কর্ণপাত করেননি রেফারি ইগলেসিয়াস।

সোর্সঃ মারকা

 

উল্লেখ্য, লা লিগায় বার্সার বিপক্ষে পেনাল্টি দেখা গিয়েছিল প্রায় দু’বছর আগে। ম্যাচের হিসাবে ৭৪ ম্যাচ আগে। এ সময়ের মধ্যে বার্সার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত গেছে ৩২টি।