জিদানের পাশে দাঁড়ালেন মদ্রিচ

জিদানের পাশে দাঁড়ালেন মদ্রিচ

লেগানেসের বিপক্ষে অপ্রত্যাশিত হারে কোপা থেকে বিদায় নিয়ে রিয়ালের কোচ হিসাবে নিজের ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন জিদান। শুধু ধুকতে থাকা দলের জন্যই না বরং ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়টি ছিলো জিদানের জন্য বাচা-মরার লড়াই। মেস্তেয়ায় রিয়ালের অতীত রেকর্ড রিয়াল কোচের জন্য ছিলো আরো অস্বস্তির। কিন্তু সব কিছু পেছনে ফেলে জিদান শিষ্যরা ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ফিরেছে ১-৪ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে। এরপরই যেন মুখের অার্গল খুলে দিয়েছেন জিদান, মদ্রিচরা।

ম্যাচ শেষে জিদান বলেন,

  • আমাকে নিয়ে সব সময়ই প্রশ্ন উঠবে, প্রতিদিনই। কিন্তু আমি বদলাবো না।
  • ‎আমি সেভাবেই কাজ করে যাবো যেভাবে আমি করে এসেছি।
  • ‎আজকের ম্যাচে যারা নিজেদের ঢেলে দিয়েছে আমাদের উচিত তাদের প্রত্যেককে অভিনন্দন জানানো।

এ মৌসুমে জিদান সবচেয়ে বেশী প্রশ্নবিদ্ধ হয়েছেন তার রোটেশন পদ্ধতি নিয়ে। বিশেষ করে লেগানেসের বিপক্ষে পরাজয়ে পরে। যদিও, অনেকটা সময় জিদান তার মূল খেলোয়াড়দের পাননি ইনজুরির কারণে। এ বিষয়েও মুখ খুলেছেন এই ফরাসি কিংবদন্তি।

  • আমরা শারীরিকভাবে বেশ ভালো অবস্থায় রয়েছি। অনেক সময় মানসিক বিষয়টা শারীরিক বিষয়ের চেয়ে মূখ্য হয়ে উঠে।
  • আজকের নৈপুণ্যে আমি বেশ খুশি, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি ট্যাকটিকালি।
  • ‎জয়টা আমাদের প্রাপ্য ছিলো। বিশেষ করে যেভাবে আমরা ম্যাচটা শুরু করেছিলাম তার জন্য।

চলতি মৌসুমে লা লিগা ইতোমধ্যেই হাতছাড়া হয়ে গেছে বার্সার কাছে। কোপা থেকেও বিদায় নিশ্চিত হয়েছে লেগানেসের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে। যদিও, জিদান এখনই মৌসুমের শেষ দেখছেন না। তিনি বলেন,

  • ফুটবলের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার হাতে যথেষ্ট সংখ্যক ম্যাচ থাকে।
  • ‎অবশ্যই পরিস্থিতিটি কঠিন এবং আমাদের নিজেদের হার না মানা চরিত্র দেখাতে হবে।
  • ‎আমরা এখনো লড়াই করে যাবো কারণ মৌসুমের এখনো অনেকটা পথ বাকি রয়েছে।

প্রায় পুরোটা মৌসুম জুড়েই জিদান সমালোচনা থেকে আগলে রেখেছেন নিজের খেলোয়াড়দের। এবার তার পক্ষে মুখ খুললেন ‘বলকান জাদুকর’ লুকা মদ্রিচ। ম্যাচ শেষে সাংবাদিকদের মদ্রিচ বলেন,

  • আমার এটা অবিশ্বাস্য লাগে যে বসকে নিয়ে সমালোচনা হচ্ছে, বিশেষ করে তিনি যা কিছু অর্জন করেছেন তারপর; এটা সত্যিই অদ্ভুত।
  • আমরা জানি, ফুটবলে কিছু সময় খুব ভালো যায় এবং কিছু সময় ভালো যায় না।
  • ‎আমি একটা বিষয় বুঝি না, সেটা হচ্ছে সব কিছুর জন্য কোচকে দায়ী করাটা। অবশ্যই আমরা তার পাশে আছি।

মদ্রিচ কথা বলেছেন চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়েও।

  • আমি মনে করি প্রত্যেকেই আমাদের সম্মান করে এবং কেউই আমাদের বিপক্ষে খেলতে চায় না।
  • ‎আমি মনে করি আজকের ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস জোগাবে পিএসজির বিপক্ষের ম্যাচটির জন্য।
  • ‎ফুটবলে ভয়ের কোনো অস্তিত্ব নেই, বিশেষ করে মাদ্রিদে।
  • ‎আমরাই একমাত্র দল যারা পরপর দুবার এটি (উচল) জিতে দেখিয়েছি, সুতরাং আমরা কেনো ভয় পাবো?

স্বপ্নের মত একটি মৌসুম শেষ করার পর চলতি মৌসুমে ধুকতে থাকা রিয়ালের জন্য এ জয়টি যেনো অক্সিজেনের মতো। কাধের ওপর পাথরের ন্যায় চাপ যখন দম বন্ধ করার মতো অবস্থার সৃষ্টি করেছে তখন এ জয়টি জিদানকে যেনো সুযোগ দিলো একটু মুক্ত মনে নি:শ্বাস নেবার। আর তার সাথে মদ্রিচের এই প্রকাশ্য সমর্থন জিদানের ঠোটে যে হালকা হাসি ফোটাবে তাতে অন্তত কোনো সন্দেহ নেই।

১ thought on “জিদানের পাশে দাঁড়ালেন মদ্রিচ

  1. ফুটবলে ভয়ের কোনো অস্তিত্ব নেই, বিশেষ করে মাদ্রিদে।
    ‎আমরাই একমাত্র দল যারা পরপর দুবার এটি (উচল) জিতে দেখিয়েছি, সুতরাং আমরা কেনো ভয় পাবো?

    এই কথাটাই সকাল মাদ্রিদ ফ্যানদের অন্তরে গেথে থাকবে।
    লেখক কে ধন্যবাদ, তার সুন্দর উপস্থাপনের জন্য।

কমেন্ট বন্ধ।