আশা জাগিয়েও ৩০০ করতে পারলো না শ্রীলঙ্কা। রুবেল-মোস্তাফিজদের দারুন বোলিংয়ে গুটিয়ে গেলো মাত্র ২২১ রানে। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন ৪৬ রানে চারটি এবং দশ ওভারে মাত্র ২৯ রানে দু উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এবার ব্যাটসম্যানদের পালা তিনবার ফাইনাল হারের ক্ষতে উপশম লাগানোর। লক্ষ্য যখন মাত্রই ২২২ তখন আশায় বুক বাধতেই পারে ক্রিকেটপ্রেমীরা।
সিরিজ জয়ের অপেক্ষায় সাকিব-তামিমরা, জয়ের অপেক্ষায় পুরো বাংলাদেশ।
আজ শনিবারে বাংলাদেশ-শ্রীলংকা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচে সকালে টসে জিতে ব্যাট হাতে নামে শ্রীলংকানরা।
বিস্তারিত আসছে ম্যাচ রিপোর্টে…