নব্বই বছরের ইতিহাস। আরো একটি মাইলফলক ছুয়েছে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক একাডেমি। প্রথম নারী সিনেমাটোগ্রাফার হিসেবে ‘মাডবাউন্ড’ সিনেমার সিনেমাটোগ্রাফার র্যাচেল মরিসনকে নমিনেশন দিয়েছে অস্কার কমিটি। গতমাসে ‘আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফারস’ও তার একই চলচ্চিত্রে কাজ করার সুবাদে তাকে স্বীকৃতি দিয়েছে।
প্রতি বছরের মতো এবারও মোট ২৪টি ক্যাটাগরিতে চলচিত্র জগতের সবচেয়ে বড় সম্মাননা একাডেমি এওয়ার্ড বা অস্কার দেয়া হবে। আসন্ন মার্চ এর ৪ তারিখে বিজয়ী ঘোষণা করা হবে। গত মঙ্গলবার এ বছরের মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
র্যাচেল মরিসন ইতিহাসের প্রথম নারী সিনেম্যাটোগ্রাফার হিসেবে পান অস্কার নমিনেশন। ৯০ বছরের অস্কার ইতিহাসে এর আগে কোনো সিনেম্যাটোগ্রাফার হিসেবে কোনো নারী এই সম্মান অর্জন করতে পারে নাই। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে মাডবাউন্ড ছাড়াও আছে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ফ্রুটভিল স্টেশন’ এবং ‘ব্ল্যাক প্যান্থার’, যেটা চলতি বছরের ফেব্রুয়ারি তে মুকিত পাবে।
ডি রীজ পরিচালিত সিনেমা মাডবাউণ্ড ২০১৭ সালে নেটফকিক্স এর ব্যানারে মুক্তি পায়। সিনেমার প্লট দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। যুদ্ধ পরবর্তী বর্ণ ও সামাজিক বৈষম্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি যথেষ্ঠ দর্শকপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়।
৩৯ বছর বয়সী র্যাচেল মরিসন এর জন্ম অ্যামেরিকার ম্যাসেচুসেটসে। ছোট থেকেই ফটোগ্রাফির প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। এক সময় ঠিক করেন সিনেমাটোগ্রাফিই হবে তার জীবনের লক্ষ। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম ও সিনেমাটোগ্রাফির উপর ডাবল মেজর করেন। ২০০২ সালে মাত্র ২৪ বছর বয়সে পেশাদার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শুরু করলেও সিনেমাটোগ্রাফার হিসেবে প্রথম সিনেমা ২০০৭ এর ‘পালো আলটো’। এর পর আর পিছনে তাকাতে হয় নাই। তার পর কাজ করেন কেইক, ফ্রুটভিল স্টেশন, সাউন্ড অব মাই ভয়েস, মাডবাউন্ড এর মত সিনেমাগুলোতে। সর্বশেষ কাজ মার্ভেলস্ এর ‘ব্ল্যাক প্যান্থার’।
শুধু যে অস্কার নমিনেশন পেয়েছেন তা ই না। মাডবাউন্ড এ কাজ করায় সেরা সিনেমাটোগ্রাফির জন্যে নিউইয়র্ক ক্রিটিকস্ চয়েজ এওয়ার্ড জিতেন গেলো ডিসেম্বরে। ৯০তম অস্কার জেতার জিতার জন্যে তার প্রতিযোগী হিসেবে আছেন রজার ডিকিনস এবং ব্রুনো ডেলবোনেল এর মত বিখ্যাত সিনেমাটোগ্রাফাররা। প্রথম নারী সিনেমাটোগ্রাফার হিসেবে অস্কার নমিনেশন পাওয়া তার জন্য অবশ্যই অনেক অনেক বড় ব্যাপার। জিতুক আর না জিতুক নিঃসন্দেহে র্যাচেল অনেক তরুণীকে অনুপ্রাণিত করতে সক্ষম হবেন এই মঞ্চে এসে।
উল্লেখ্য, র্যাচেল মরিসন ছাড়াও মাডবাউন্ড সিনেমা আরো ৩টি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছে।