দ্রুত সেরে উঠবেন রোনালদো; জিদানের আশাবাদ

দ্রুত সেরে উঠবেন রোনালদো; জিদানের আশাবাদ

লা লিগায় দেপোর্ত লা করুনার বিপক্ষে ৮৩ মিনিটে হেড থেকে গোল করার সময় প্রতিপক্ষ রক্ষণভাগের ফুটবলার ফ্যাবিয়ানের বুটের আঘাতে চোখের একদম পাশেই আঘাত পায় মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানোর। পরবর্তীতে তাকে রক্তাক্ত অবস্থাতে মাঠ ছাড়তে হয়।

মাঠ ছাড়ার সময় ডাক্তারের মোবাইলে ক্যামেরায় নিজের ক্ষত দেখার ঘটনাকে ইস্যু করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তার সেই ঘটনা নিয়ে ট্রল হলেও রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট এবং সমর্থকরা তার ইন্জুরি নিয়ে বেশ চিন্তিত ছিলেন।

তাছাড়া লীগের পরবর্তী ম্যাচটি ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের মাঠে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু রোনালদো নয়, একাদশের যে কারও অনুপস্থিতি দলের জন্য বিশাল বড় দুঃসংবাদ। দেপোর্ত লা করুনার সাথে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান রোনালদোর ইন্জুরি নিয়ে সবাইকে আশ্বস্ত করে বলেছেন- “রোনালদোর মাথার ক্ষতটির জন্য সেলাই দিতে হয়েছে। আশা করি এই ইন্জুরির জন্য তাকে (রোনালদো) খুব বেশি সময় মাঠের বাহিরে থাকতে হবে না।”

তাছাড়া আগামীকাল রিয়াল মাদ্রিদের কোপা দেল রের কোয়াটার ফাইনালে ২য় লেগে লেগানেসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে। মাদ্রিদ বস জিদান রোনালদোকে কোপা দেল রের কোনো ম্যাচে খেলান নি। কোপা দেলরের ম্যাচগুলো তাকে বিশ্রাম দেয়া  হয়ে থাকে তাই আগামী কালের ম্যাচ নিয়ে রোনালদোর ইন্জুরি কোনো প্রভাব ফেলবে না।

তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লীগের পরবর্তী ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সে ম্যাচ এবং রোনালদোর খেলা নিয়ে সংশয় দূর করার জন্য জিদান বলেন, “সেই আঘাত থেকে ক্ষত হয়েছে এবং তার জন্য দুই অথবা তিনটি সেলাইও দিতে হয়েছে। তবে সে (রোনালদো) পুরোপুরি সুস্থ আছে।”

ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার আগে ৬ দিন সময় পাবে রোনালদো তার ইন্জুরি কাটিয়ে ওঠার জন্য এবং জিদান আশাবাদী ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।