১৮ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেয়েছে ক্লপ বাহিনী

১৮ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেয়েছে ক্লপ বাহিনী

১৮ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেলো ক্লপ বাহিনী।

সর্বোচ্চ রেটিং নিয়ে ম্যাচ সেরা  হয়েছেন সোয়ানসি সিটির গোলকিপার ফ্যাবিয়ানস্কি।

সোয়ানসি সিটি ১ – ০ লিভারপুল

স্কোরার: ম্যাউসন (৪০*)

আজকে ইপিএলের একমাত্র ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ১ – ০ গোলে হেরেছে ক্লপের লিভারপুল। এর আগের লিগ ম্যাচেই পয়েন্ট টেবিলে ১ নাম্বারে থাকা ম্যান সিটিকে ৪ – ৩ গোলে হারালেও এবার পয়েন্ট টেবিলের একদম তলানির দলের কাছে পয়েন্ট হারালেন তারা।

ম্যাচের ৪০ মিনিটের মাথায় ফার্নান্দেজের এ্যাসিস্টে ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাউসন। আর এই গোলের সুবাদে জয় পায় সোয়ানসি সিটি। পুরো ম্যাচে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছেন সাদিও মানে, ফিরমিনহো,সালাহরা।

তবে এখানে লিভারপুলের আক্রমণভাগের ব্যর্থতার চাইতে সোয়ানসিয়ার গোলকিপারের কৃতিত্বই বেশি। ৬০ মিনিটে ডি বক্সের সমান্য বাহির থেকে সালাহ করা অসাধারন ফ্রি-কিকটি রুখে দেন ফ্যাবিয়ানস্কি। তাছাড়া পুরো ম্যাচ জুড়েই লিভারপুলের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দলকে জয়ের বন্দরে নেয়ার নায়ক ছিলেন আজ ফ্যাবিয়ানস্কি।

ফ্যাবিয়ানস্কির কাছে লিভারপুলের পরাজয়। পুরো ম্যাচ জুড়ে সালাহ, মানে ফিরমিনহো দের একের পর এক আক্রমণগুলো একাই রুখে দিয়ে দলকে রক্ষা চলছিলেন ফ্যাবিয়ানস্কি। পুরো ম্যাচে সেভ করেছেন ৪ টি, সফল ভাবে ক্লিয়ার করেছেন ৩ টি। তার পুরস্কার স্বরূপ পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। মিলিয়ে, আজকের ম্যাচে সোয়ানসি সিটি এবং লিভারপুলের পার্থক্য গড়ে দেয়ার পিছনে অন্যতম কারিগর ছিলেন তিনি। আজকের ম্যাচে জয় পেলেও লিগ টেবিলে কোনো পরিবর্তন আসেনি সোয়ানসির।

তারা এখনও লিগ টেবিলের তলানিতে ২০ নাম্বারে রেলিগশনের শঙ্কায় ভুগছে। অন্যদিকে লিভারপুল এই ম্যাচে পরাজয়ের পর পয়েন্ট টেবিলে ১ ধাপ নেমে এসে ৪ এ অবস্থান করছে।