* গতকালকের ৫-০ জয়টি এখন পর্যন্ত রিয়াল বেটিসের মাঠে বার্সেলোনার সবচেয়ে বড় ব্যবধানে জয়।
* জোড়া গোল করেছেন মেসি ও সুয়ারেজ।
* গতকালকের জয়ের মধ্য দিয়ে এখন পর্যন্ত লা লিগায় ২০ ম্যাচে অপরাজিত বার্সেলোনা।
রিয়াল বেটিস ০-৫ বার্সেলোনা
রিকিতিচ ৫৯*
মেসি ৬৪*, ৮০*
সুয়ারেজ ৬৯*, ৮৯*
গত কয়েকদিন আগেই এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা থেমে যায় বার্সেলোনার। সেদিন নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসিও। কিন্তু গতকালের ম্যাচে যেন ওই পরাজয়ের অতীত ভুলিয়ে দিতে দৃঢ়প্রত্যয়ী ছিলেন ভালভার্দে-র শিষ্যরা। আর এতে সফলও হলেন। রিয়াল বেটিসের মাঠে তাদের বিপক্ষে ৫-০ গোলে জয় তুলে নেন।গত আগস্টে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েই সিজন শুরু করেছিল বার্সেলোনা।
৪-৪-২ ফরমেশনে কতটা ভয়ঙ্কর বার্সেলোনা
নেইমার বার্সা ছাড়ার পর তার জায়গায় ডেম্বেলে-কে আনা হলেও ইন্জুরির কারণে ঠিকভাবে মাঠেই নামতে পারেননি তিনি। তাই পুরো আক্রমণের দায়িত্ব সিজনের শুরু থেকেই মেসি-সুয়ারেজের ওপর তুলে দিয়েছেন ভালভার্দে। তারা অবশ্য তার আস্থার মর্যাদা রক্ষা করেছেন ঠিকই।
এ সিজনে এখন পর্যন্ত যত বড় জয় বার্সেলোনা পেয়েছে, সব ম্যাচ ৪-৪-২ ফরমেশনে দল সাজানো হয়েছে। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয় আর্ধে অপ্রতিরোধ্য বার্সেলোনা।
প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল এস্পানিওলের কাছে হারের পর থেকে বার্সা তাদের মনোবল হারিয়ে ফেলেছে। তাছাড়া কিছু লক্ষ্যভ্রষ্ট শট বা ডি বক্সের ভেতরে ভালো পজিশনে থেকেও শট নিতে না পারা এমনটাই প্রমাণ করছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বার্সা তাদের স্বরূপে ফেরার জন্য লড়ে যাচ্ছিল। বার্সার পুরো আক্রমণ ভাগ তখন গোলের জন্য মরিয়া। ৫৯ মিনিটে হঠাৎ সুয়ারেজের লম্বা করে বাড়ানো বলে ক্রোয়েশিয়ান ফুটবলার রিকিতিচের পা থেকে প্রথম গোলের দেখা পান কাতালানরা। এর মিনিট পাঁচেক পর গোল করে বার্সা-কে ২-০ গোলে লিড এনে দেন বার্সেলনোনার সুপারস্টার লিওনেল মেসি। তখনো যেন সুয়ারেজের চমক দেখানো বাকি ছিল। ম্যাচের ৬৯ মিনিটে অসাধারণ একটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি।
মেসি-সুয়ারেজরা যেন গোলের নেশায় মেতে উঠেছিলেন। ৮০ মিনিটে মেসি আবারও গোল করে দলকে ৪-০ গোলে লিড এনে দে।। একই সঙ্গে এবারের লিগে তার এই গোল নিয়ে সংখ্যা দাঁড়ায় ১৯-এ। তখনাে সুয়ারেজের শো বাকি ছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে রিয়াল বেটিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুয়ারেজ। আর তার ওই গোলের সুবাদে বার্সেলোনা ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ভালভার্দের ছোঁয়ায় অপ্রতিরোধ্য বার্সা
আজকের ম্যাচে মেসি-সুয়ারেজ- দু’জনই করেছেন দুটি করে গোল এবং অবদান রেখেছেন ৩টি গোলে। ম্যাচের প্রথমার্ধে তাদের ছন্দে পাওয়া না গেলেও দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরতে সময় নেয়নি মেসি-সুয়ারেজরা। তাদের এ ভয়ঙ্কর রুদ্রমূর্তির কাছে অসহায় ছিল রিয়াল বেটিসের গোলকিপার এন্থোনিও আদান। ভালভার্দের কৌশলে লা লিগায় এখনাে বার্সেলোনা অপরাজিত। এখন তো ভালভার্দে বার্সার কাছে এক আস্থার নাম। ইন্জুরি সমস্যায় থাকার পরও দলকে যেভাবে সাজিয়ে জয় আদায় করে নিচ্ছেন তা সত্যিই অকল্পনীয়। এ সিজনে টানা ২৯ ম্যাচে অপারজিত ছিলেন ভালভার্দের শিষ্যরা। একমাত্র ম্যাচটি হেরেছেন কোপা দেল রে-তে। এখনাে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে তাদের অপরাজিত তকমাটা ঠিকই রয়ে গেছে।যেভাবে সিজনের অর্ধেকটা পথ পাড়ি দিয়েছে ভালভার্দের অধীন থাকা বার্সেলোনা, বাকিটা সময় এভাবে পার করতে পারলে সিজন শেষে যে সমর্থকদের বেশকিছু ট্রফি উপহার দিতে পারবেন তা প্রায় নিশ্চিন্তে বলা যায়।