ইপিএলের ২৪তম রাউন্ডে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটির সহজ জয়

ইপিএলের ২৪তম রাউন্ডে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটির সহজ জয়

ইপিএলের ২৪ তম রাউন্ডে বেশ সহজ জয় পেয়েছে আর্সেনাল, চেলসি এবং ম্যানচেস্টার সিটি। এছাড়াও জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, স্টোক সিটি।

অন্যদিকে ড্র করেছে এভারটন, ওয়েস্ট ব্রমউইচ, ওয়েস্ট হাম ইউনাইটেড, বার্নেমাউথ।

 

ব্রাইটন ০ – ৪ চেলসি

অ্যাওয়ে ম্যাচে বেশ দাপটের সাথে জয় আদায় করে নিয়েছে চেলসি। ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়েছে কন্তের শিষ্যরা। এ ম্যাচের জয়ের পর ৫০ পয়েন্ট নিয়ে চেলসি লীগ টেবিলের ৩ নাম্বারে অবস্থান করছে।

গোল স্কোরার: ইডেন হ্যাজার্ড ৩’,৭৭’
উইলিয়ান ৬’
ভিক্টর ময়সেস ৮৯’

ম্যাচ সেরা:     ইডেন হ্যাজার্ড ( চেলসি )

 

আর্সেনাল ৪ – ১ ক্রিস্টাল প্যালেস

শেষ কয়েক ম্যাচে বাজে পারফর্মের জন্য আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন নিজের সমর্থকদের কাছেই। তার ওপর সানচেজোর দলবদলে অনেকেই সমর্থকরা বেশ ক্ষুদ্ধ ছিলো ওয়েনগারের ওপর। কিন্তু এই ম্যাচে সবার মুখ বন্ধ করে দিলো ওয়েঙ্গার। প্রতিপক্ষকে নিজেদের মাঠে ৪-১ এ বিধ্বস্ত করেছে ওয়েঙ্গার বাহিনী। এ ম্যাচে জয়ের পর ৪২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে ৬ অবস্থান করছে গানার্সরা।

গোল স্কোরার:  নাচো মনরিয়াল ৬’
অ্যালেক্স আইয়োবি ১০’
লরেন্ত কোশেয়েলনি ১৩’
অালেকজান্দার লাকাজাত্তে ২২’
লুকা মিলিজোভিক ৭৮’ (ক্রিস্টাল প্যালেস)

ম্যাচ সেরা:      নাচো মনরিয়াল ( আর্সেনাল )

 

ম্যানচেস্টার সিটি ৩ – ১ নিউক্যাসল ইউনাইটেড

এমিরেটসে ম্যাগপাইদের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে সিটিজেনরা। সিজনের শুরু থেকেই ধারাবাহিক ফর্মে থাকা গার্দিওলা বাহিনী গত ম্যাচে লিভারপুলের কাছে বিধ্বস্ত হলেও এ ম্যাচ দিয়ে আবারও স্বরূপে ফিরলো তারা। ২৪ রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১ এ অবস্থান করছে সিটিজেনরা।

স্কোরার:     সার্জিও আগুয়েরো ৩৪’, ৬৩’ (প), ৮৩’ (ম্যান সিটি)

জ্যাকব মার্ফি ৬৭’ (নিউক্যাসল)

ম্যাচ সেরা: সার্জিও আগুয়েরো ( ম্যানচেস্টার সিটি)

বার্নলি ০ – ১ ম্যানচেস্টার ইউনাইটেড

অ্যাওয়ে ম্যাচ হওয়ায় জয় কিছুটা কঠিন ছিলো ইউনাইটেডের জন্য। এছাড়া সিজনের শুরুতে দূর্দান্ত ফর্মে থাকলেও এখন প্রায় নিস্প্রভ ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু, যেটা দলকে বেশ ভোগাচ্ছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে পাওয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন মোরিনহোর শিষ্যরা। এই ম্যাচে ডেভিলসদের মূল তারকা পল পগবা কিছুটা অফ ফর্মে থাকলেও ইউনাইটেড রক্ষনভাগ তাদের জাত চিনিয়েছেন। এই ম্যাচে জয়ের পর ৫৩ পয়েন্ট নিয়ে লীগ লিডারদের চাইতে ১২ পয়েন্ট কম নিয়ে লিগ টেবিলের ২ এ স্থানে অবস্থান করছে ইউনাইটেড।

স্কোরার:     অ্যান্থনি মার্শাল ৫৪’

ম্যাচ সেরা: ফিল জোন্স (ম্যানচেস্টার ইউনাইটেড)

 

লেস্টার সিটি ২ – ০ ওয়ার্ডফোর্ড

নিজেদের মাঠে ওয়ার্ডফোর্ডের বিপক্ষে দল তুলে নিয়েছেন লিস্টার সিটি। ইয়লো আর্মিদের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দ্য ফক্সরা। এ জয়ের পর ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ম স্থানে অবস্থান করছে লিস্টার সিটি।

স্কোরার:      জিমি ভার্ডি ৩৯’ (প)

রিয়াদ মাহারেজ ৯০+১’

ম্যাচ সেরা: জিমি ভার্ডি (লেস্টার সিটি)

 

হাডার্সফিল্ড ০ – ২ স্টোক সিটি

হার্ডেসফিল্ড টাউনের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৭ম স্থানে অবস্থান করছে স্টোক সিটি এবং ১ পয়েন্ট বেশি নিয়ে ১৪ তে অবস্থান করছেন হার্ডেসফিল্ড।

স্কোরার:      জো অ্যালেন ৫৩’
বিরাম-দিয়ুফ ৬৯’

ম্যাচ সেরা: কার্ট জুমা (স্টোক সিটি)

 

এভারটন ১ – ১ ওয়েস্টব্রম

এভারটন ওয়েস্ট ব্রুমউইচ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সিজনের শুরুতে বেশ কিছু প্লেয়ার দলে ভেড়ালেও এখন পর্যন্ত আশানুরূপ কিছু করে দেখাতে পারেনি এভারটন। এ ম্যাচে ড্রয়ের পর ২৮ পয়েন্ট নিয়ে এভারটন লীগ টেবিলে ৯ম স্থানে অবস্থান করছে অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ তম স্থানে অবস্থান করছে ওয়েস্টব্রম।

স্কোরার:     জে রদ্রিগুয়েজ ৭’ (ওয়েস্টব্রম)
ওমর নিয়াসি ৭০’  (এভারটন)

ম্যাচ সেরা: গ্রেজেগর্ক ক্রিকোরিয়াক (ওয়েস্টব্রম)

 

ওয়েস্টহ্যাম ১ – ১ বর্নমাউথ

ওয়েস্টহাম এবং বার্নেমাউথের মধ্যকার ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ের মধ্য দিয়ে ওয়েস্টহাম ২৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১১ম স্থানে এবং মাত্র এক পয়েন্ট কম নিয়ে লীগ টেবিলের ১২ তে অবস্থান করছে বার্নেমাউথ।

স্কোরার :       রায়ান ফ্রেসার ৭১’ (বর্নমাউথ)
চিচারিতো হার্নান্দেজ ৭৩’ (ওয়েস্টহ্যাম)

ম্যাচ সেরা :   জুনিয়র স্ট্যানিসলাস (বর্নমাউথ)

 

আজকের খেলা : সাউথহ্যাম্পটন-টটেনহাম হটস্পার (রাত ১০টা)