রিয়ালের স্বস্তির জয়

রিয়ালের স্বস্তির জয়

অবশেষে স্বস্তির জয় পেলো রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের কোয়াটার ফাইনালের প্রথম লেগে লেগানেস কে ১-০ গোলে হারিয়েছে ব্লাংকোসরা।

এই সিজনে মাদ্রিদের বাজে পারফর্ম্যান্সের জন্য বেন্জেমা, রোনালদো, মার্সেলো থেকে শুরু করে স্বয়ং কোচ জিনেদিন জিদানও কড়া সমালোচনার শিকার হচ্ছেন এমন খারাপ সময় প্রতিটি জয়ই দলের জন্য গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে মূল একাদশের সবাইকে বিশ্রামে দিয়ে বেঞ্চ এর খেলোড়ারদের নিয়ে একাদশ সাজিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমনাত্মক খেলার চেষ্টা করেন মাদ্রিদ। তবে মাদ্রিদের সাজানো প্রতিটি আক্রমণই রূখে যাচ্ছিলো লেগানেসের রক্ষণভাগের সামনে।

ম্যাচের ৩৩ মিনিটে ডি বক্সের মাঝে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শ্যুট করে গোল করার এক সুবর্ণ সুযোগ মিস করেন ক্রোশিয়ান মিড ফিল্ডার মাতিও কোভাসিচ। তারপর ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ সাজালেও গোল করার মত সুযোগ আর তৈরি করতে পারেনি জিদানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মাদ্রিদ গোল আদায় করার জন্য তাদের পুরো শক্তি প্রয়োগ করে খেলছিলো। ম্যাচের ৬৬ মিনিটে আবারও একটি সুযোগ পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে মার্কোস লরেন্তের করা অসাধারণ হেডটি ক্রসবারে লেগে প্রতিহত হলে অল হোয়াইটস শিবিরে তখন হতাশার ছাপ খুব ভালো করে লক্ষ্য করা যাচ্ছিলো।

ম্যাচের ৬৭ মিনিটে সেয়াবাসের পরিবর্তে লুকা মদ্রিচ এবং ৭৩ মিনিটে লরেন্তের বদলে ইস্কোকে নামানো হয় আক্রমণ জোরালো করার জন্য।

৭৫ মিনিটে লেগানেসের আক্রমনভাগের ফুটবলার ক্লাদিওর একটি দূর্দান্ত ভলি ঠেকিয়ে মাদ্রিদকে রক্ষা করেন গোলকিপার ক্যাসিলা।

তারপর বেশ কিছু আক্রমণ থেকে গোল না পেলে আবারও ড্রয়ের শঙ্কায় পড়েন রিয়াল মাদ্রিদ। একদম শেষ মুহুর্তে রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসেন স্প্যানিশ ইয়ংস্টার মার্কো এ্যাসেনসিও। ম্যাচের ৮৮ মিনিটে থিও হার্নানদেজের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি এবং তার গোলটিই হয়ে ওঠে ফল নির্ধারক।

এই ম্যাচে জয়ের মধ্যে দিয়ে কোপা ডেল রের সেমি ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। এ মাসের ২৪ তারিখে মাদ্রিদের হোম গ্রাউন্ড বার্নাব্যূতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগটি।