গানার্সদের সাথে চুক্তি নবায়ন না করার পর থেকেই গুঞ্জন চলছিলো চিলিয়ান তারকা সানচেজের পরবর্তি গন্তব্য নিয়ে। বিশ্লেষকদের অনেকেই তার ভবিষ্যত দেখেছিলো এমিরেটসে। এর পেছনে ছিলো বর্তমান সিটিজেন কোচ গার্দিওলার সাথে সানচেজের সম্পর্ক। সেই সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যম দুইয়ে দুইয়ে চারও মিলিয়ে ফেলেছিলেন প্রায়। কিন্তু সর্বশেষ তথ্যানুযায়ী সিটি না বরং ম্যাঞ্চেস্টারেরই আরেক ক্লাব ইউনাইটেড হতে যাচ্ছে সানচেজের পরবর্তি গন্তব্য।
ইউনাইটেডে ব্রাত্য হয়ে পড়া আর্মেনিয়ান তারকা হেনরি মিখিতারিয়ানের সাথে সোয়াপ ডিলের অংশ হিসেবে ওল্ড ট্রাফোর্ডে আসতে পারেন সানচেজ। অপর দিকে নিয়মিতই মাঠের বাইরে সময় কাটানো মিখিতারিয়ানও উদগ্রীব হয়ে রয়েছেন ক্লাব বদলের জন্য। মরিনহোর সাথে ব্যক্তিগত কোন সমস্যা না থাকলেও তার ম্যাচ প্লানে মিখিতারিয়ান থাকছেন উপেক্ষিত। নিজের ক্যারিয়ারের স্বার্থেই তাই দলবদল চাইছেন তিনি। আর, সানচেজের বদলে মিখিতারিয়ানের মতো তরুন তুর্কি নিঃসন্দেহে আর্সেনালের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে।