হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের সিনেমা ‘দ্য পোস্ট’ এবং ড্যানিয়েল র্যাডক্লিফ অভিনীত ‘জাঙ্গল’ সিনেমা দুটি নিষিদ্ধ করেছে লেবানন সরকার। স্পিলবার্গের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য পোস্ট’।
সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা পাওয়া টম হ্যাংকস ও মেরিল স্ট্রিপ অভিনীত এই সিনেমাটি জানুয়ারির ১৮ তারিখ থেকে লেবাননে প্রদর্শনী শুরুর পরিকল্পনা ছিল।
নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, ২০০৬ সালে ইসরায়েল এবং লেবাননের মধ্যেকার যুদ্ধ চলাকালে স্পিলবার্গ ইসরায়েলকে যুদ্ধ পরিচালনার জন্য এক মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। তারপর থেকেই আরব লীগ এই চলচ্চিত্র নির্মাতাকে বয়কট করে। উল্লেখ্য, লেবাননও আরবলীগের সদস্য দেশ।
আরব নিউজ এর তথ্যানুসারে ‘দ্য পোস্ট’ সিনেমাটি প্রাথমিক ভাবে স্ক্রীনিং পর্যায় অতিক্রম করে যায় এবং ১৮ তারিখ সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননের একটি সংগঠন, ‘ক্যাম্পেইন টু বয়কট সাপোর্টারস অব ইসরায়েল’ এর দাবির মুখে লেবানন সরকার সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
অবশ্য ইহুদী ধর্মাবলম্বী স্টিভেন স্পিলবার্গ পরিচালিত সিনেমার সাথে লেবানন এর বৈরিতা নতুন নয়। ২০১১ সালে লেবানন এর একটি থিয়েটারে তার টিনটিন সিনেমাতে পরিচালকের নামের জায়গা ঢেকে দেয়া হয়।
অপরদিকে ড্যানিয়েল র্যাডক্লিফ অভিনীত সিনেমা ‘জাঙ্গল’ও লেবাননের নিষেধাজ্ঞার কবলে পড়ে। ইসরায়েলি অভিযাত্রী ইয়োসি ঘিনসবার্গ এর আমাজন বনের গহীন জঙ্গলে বৈরী পরিবেশে বেঁচে থাকার রোমাঞ্চকর লড়াই নিয়ে নির্মাণ করা অষ্ট্রেলিয়ান এই সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা জারি করে লেবানন সরকার। যদিও দুই সপ্তাহ চলার পর সিনেমাটির প্রদর্শনী বাতিল করা হয়।
এছাড়াও গত বছর মুক্তি পাওয়া ‘ওয়ান্ডার ওমেন’ সিনেমাটি লেবাননে মুক্তি দেয়া সম্ভব হয় নি, কারণ এর মূল চরিত্র গ্যাল গ্যাডট ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে জড়িত ছিল। তবে উল্লেখ্য যে, ইসরায়েল ও লেবানন এখনও আনুষ্ঠানিক ভাবে যুদ্ধে লিপ্ত।
লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অফিস এর আগেও বিভিন্ন সময়ে নাটক, সিনেমা ও বই নিষিদ্ধের ব্যাপারে ভূমিকা রেখেছে।