পরের ম্যাচেও গর্জে উঠুক টাইগাররা

পরের ম্যাচেও গর্জে উঠুক টাইগাররা

শক্তের ভক্ত নরমের জম- এমনটি ক্রিকেটের মাঠে প্রায়ই ঘটে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সব সময়ই কি এমনটিই ঘটতে থাকবে? এই কঠিন প্রশ্নের উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী ম্যাচগুলোয়।
জিম্বাবুয়েকে গতকালের ম্যাচে যেভাবে আরামসে বশে আনলেন টাইগাররা ঠিক তেমনি শ্রীলংকানদের বিরুদ্ধে পববর্তী ম্যাচটি খুব সহজ হবে না। গ্রায়েম ক্রেমারের বল শর্ট ফাইন লেগে ঠেলে মুশফিক-তামিমের প্রান্তবদল। একটি রান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের শেষ রান এটি। এ রানেই জিম্বাবুয়ের বিপক্ষে বছরের প্রথম ম্যাচে প্রথম জয় বাংলাদেশের। মাত্র ২৮ ওভার ৩ বলেই ১৭০ রানের লক্ষ্য অতিক্রম করে বাংলাদেশ ৮ উইকেট ও ১২৯ বল হাতে রেখেই।
বছরের প্রথম ম্যাচ। গত কয়েকদিনের কনকনে শীতের তেজ কমে সহনীয় হয়েছে। বাংলাদেশের খেলা মানেই মিরপুরের ভরপুর গ্যালারি ভেসে ওঠে। কিন্তু এদিন যেন উল্টো দৃশ্যের দৃশ্যায়ন। ম্যাচের ফল যেন আগেই জানা। বাকি আনুষ্ঠানিকতা মাঠে হেসে-খেলেই সম্পূর্ণ করেছে কোচবিহীন বাঘরা। এর আগে দুপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। প্রথম ওভারেই দুই ওপেনার সোলেমান মায়ার ও ক্রেগ আরভিনকে সাকিবের জোড়া আঘাতে হারানোর পর আর ঘুরে দাঁড়ানো হয়নি জিম্বাবুয়ের। ২ রানে ২ উইকেট হারিয়ে কক্ষচ্যুত দলকে টেনে নেয়ার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ মাসাকাদজা (২৪)। কিন্তু দলীয় অষ্টম ওভারে মাশরাফি ম্যাচে নিজের প্রথম ও একমাত্র শিকারে পরিণত করেন তাকে। ৪৯ ওভারে অলআউট হয়ে গেলেও সিকান্দার রাজা (৫২) ও মুর (৩৩)-এর ব্যাটে শেষ পর্যন্ত রান ১৭০ ছোঁয় জিম্বাবুয়ের। উইকেটকিপার ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে আসে ২৪ রান। বিপক্ষ অধিনায়ক ক্রেমারের উইকেটসহ সাকিবের শিকার তিনটি। রুবেল, মুস্তাফিজ ২টি এবং মাশরাফি ও সানজামুল নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে দলীয় ৩০ রানে আরভিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দুই বছর পর দলে আসা এনামুল হক বিজয় (১৪)। এরপর ওয়ানডাউনে নামা বন্ধু তামিমের সঙ্গে মিলে সাকিব ৭৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩৭ রানে আউট হন লেগ বিফোরের ফাঁদে পড়ে। এরপর আর কোনো অঘটন ঘটেনি। মুশফিককে (১৪*) নিয়ে জয়ের পথ সুগম করেন ৮৪ রানে অপরাজিত তামিম ইকবাল। ওয়ানডেতে এটি তার ৩৯তম অর্ধশতক। জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেটই নেন স্পিনার সিকান্দার রাজা। ৩৭ রান ও ৩ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১৭তমবারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান।
.
সিরিজের ২য় ম্যাচে ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের প্রতিপক্ষ শ্রীলংকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৯ জানুয়ারি লংকানদের মোকাবেলা করবে বাংলাদেশ। দর্শকের প্রত্যাশা, সেদিনও যেন সমানভাবে জ্বলে উঠতে পারে টাইগাররা।