লিভারপুলের বিপক্ষে হারে আর্সেনালের গোল্ডেন লিগ জ্বয়ের স্বপ্ন হাতছাড়া হল সিটিজেনদের। অ্যানফিল্ডের লিভারপুলের কাছে সিটি হেরেছে ৩-৪ গোলে। সদ্য লিভারপুল থেকে বার্সায় যোগ দিয়েছেন লিভারপুলের অন্যতম সেরা প্লেয়ার কৌতিনহো। তবে পুরো ম্যাচে তার কোন অভাবই লক্ষ্য করা যায়নি। ম্যাচের ৯ মিনিটের মাথায় ম্যান সিটির জালে বল জড়ান এ সিজনে আর্সেনাল থেকে লিভারপুলে পাড়ি দেয়া চ্যাম্বারলাইন। লিড ধরে রেখে বেশ আক্রমনাত্মকভাবেই খেলছিল লিভারপুল। তবে ৪০ মিনিটের মাথায় লিরয় সানে গোল করে সিটিজেনদের সমতায় ফিরিয়ে আনে।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমনাত্মক ফুটবল খেলা শুরু করে লিভারপুল। ৫৯ মিনিটের মাথায় আবারও লিভারপুলকে লিড এনে দেয় ফিরমিনহো। তার ঠিক ১ মিনিট পরেই সাদিও মানের একটি সট সাইড বারে
লেগে ফিরে গেলে হতাশ হন অ্যানফিল্ডবাসী, কিন্তুু ৬১ মিনিটের মাথায় সাদিও মানের পা থেকেই আসে লিভারপুলের ৩য় গোলটি। ৬৮ মিনিটের মাথায় সিটি গোলকিপার এডারসনের ডি বক্সে কিছুটা এগিয়ে এসে ক্লিয়ার করা বল ভুলে মাঝ মাঠে থাকা সালাহর পায়ে চলে যায়। আর সে সুযোগ একদম ই মিস করেননি তিনি। মাঝ মাঠ থেকে ফাঁকা গোলবারে শ্যুট করে গোল আদায় করে নেন সালাহ। ৪-১ গোলে বিধ্বস্ত ম্যান সিটি। সিটির হয়ে ৭১ মিনিটে স্টারলিং এর পরিবর্তে মাঠে নামেন বার্নাডো সিলভা এবং ৮৪ মিনিটে গোল করে সিটির ব্যবধান কমান। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন গুন্ডোগান। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ৪-৩।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, “অভিনন্দন লিভারপুলকে আজকের জয়ের জন্য। আজকের জয়ের কর্তৃত্ব প্রতিপক্ষকে দিতে হবে। আমরা জানি অ্যানফিল্ডে খেলাটা কতটা কঠিন এবং ক্লপের শিষ্যরা এখানে কতটা আক্রমনাত্মক ফুটবল খেলেন।
আমরা চেষ্টা করেছি ম্যাচে ভাল কিছু করার এবং পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার তবে আজকের ম্যাচের কর্তৃত্ব লিভারপুলের
এবং পুরো সিজনের মাঝে সবাইকে এমন অবস্থা পার করতে হবে এবং টিকে থাকতে হবে।”
একই সংবাদ সম্মেলনে লিভারপুলের জয় সম্পর্কে দলের কোচ ইয়ান ক্লপ বলেন, “এই খেলা আবারও প্রমাণ করল কেন মানুষ ফুটবলকে ভালোবাসে। এটাই ফুটবল। এখানে দু’দলের যোগ্যতা,কৌশল সব কিছু মিলিয়ে যে কারও পক্ষেই ফলাফল যেতে পারে।আমরা যখন ৪-১ গোলে এগিয়ে ছিলাম আমি কখনও ভাবিনি যে আমাদের জয় ৪-১ গোল ব্যবধানে হবে। কারণ আমি জানি আমাদের প্রতিপক্ষ যে কোন মূহুর্তে খেলায় ফেরার ক্ষমতা রাখে, তবে ম্যাচ শেষে আমরাই ৩ পয়েন্ট পাওয়ার যোগ্য দাবিদার
ছিলাম।”
২৩ রাউন্ড শেষে আজকের ম্যাচে হেরেও ৬২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে আছেন ম্যানচেস্টার সিটি এবং আর এই ম্যাচ ৩ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের ৩ এ উঠে এসেছেন লিভারপুল।