রিয়াল সোসিয়াদের মাঠে গত ১০ বছরের ব্যর্থতা কাটিয়ে অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। গত ১০ বছরে রিয়াল সোসিয়াদের মাঠে কোন জয় পাচ্ছিল না বার্সা। তবে এ সিজনের শুরু থেকেই বার্সা ছিল দূর্দান্ত ফর্মে আর সেই সময়টাকেই কাজে লাগিয়ে ১০ বছরের ব্যর্থতার গন্ডি থেকে বেরিয়ে এলো বার্সেলোনা।
ম্যাচ শুরু থেকে বার্সা আক্রমণ করলেও প্রথম সফলতার দেখা পায় রিয়াল সোসিয়াদ, ম্যাচের ১১ মিনিটে উইলিয়ান জোসের করা গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। তখনই বার্সার মনে বিগত ১০ বছরের তিক্ত অভিজ্ঞতার কথা মনে হতে শুরু করে। ম্যাচের ৩৪ মিনিটে জোয়ানমির করা গোলে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়াদ। তবে তার ৫ মিনিট পরেই বার্সার ত্রাণকর্তা হয়ে প্রথম গোলটি করেন পৌলিনহো। তার গোলের ওপর ভর করে ২-১ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করেন বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ করতে থাকেন মেসি, সুয়ারেজরা।
রিয়াল সোসিয়াদও গোল করে তাদের ব্যবধান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল তবে ম্যাচের ৫০ মিনিটে লুইজ সুয়ারেজের দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৬৫ মিনিটে পৌলিনহোকে তুলে ডেম্বেলে কে নামিয়ে দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন ভালভার্দে। তার এ প্রচেষ্টা সফল হতে বেশি সময় লাগে নি। ৭১ মিনিটে আবারও গোল করে দলকে লিড এনে দেয় লুইজ সুয়ারেজ। নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-৩ গোলে পিছিয়ে পড়ায় বেশ হতাশ হয়ে পড়েছিল রিয়াল সোসিয়াদের ফুটবলাররা। মাঠে তাদের অঙ্গ ভঙ্গিতে তা বেশ ভালো করেই ধরা পড়ছিল।
ম্যাচের ৮৪ মিনিটের মাথায় ডি বক্স থেকে বেশ দূরেই ফ্রি কিক পায় বার্সেলোনা। আর এই ফ্রি কিক থেকে গোল আদায় করে নিজের নামের পাশে একটি গোল যোগ করেন লিওনেল মেসি। এ গোলের মধ্য দিয়ে ২০১৭-১৮ সিজনে লা লীগায় তার গোল হলো সংখ্যা ১৭টি।
পৌলিনহো, সুয়ারেজ, মেসিদের হাত ধরেই ১০ বছরের হতাশা কাটিয়ে রিয়াল সোসিয়াদের মাঠে জয়ের দেখা পায় বার্সেলোনা।
এক ই সাথে এ সিজনে এখন পর্যন্ত অপরাজিত দলের তকমাটাও ধরে রাখলো তারা।
এই ম্যাচের পর ১৯ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে আছেন বার্সেলোনা এবং সমান সংখ্যক ম্যাচ খেলে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় তে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদ। আর বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৪ এ আছে।