কেন তারকাদের কন্যারা বলিউডে আসেন না?

কেন তারকাদের কন্যারা বলিউডে আসেন না?

কেন হাল আমলের বলিউড তারকাদের অনেকেই তাদের কন্যাদের বলিউডে আসতে দিতে চান না। এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক আগে একটা খবর মিডিয়ায় রটেছিল, আলোচিত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তার কন্যার পা ভেঙে দিতে চেয়েছিলেন। কারণ তার কন্যা বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের নাম লেখানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এই খবর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সিনেমা শিল্পের ভেতরে খোঁজখবর যারা রাখেন তারা অবশ্যই খুশিই হয়েছিলেন। কারণ এতে বলিউডের ভেতরের আসল চিত্রটার একটা আন্দাজ পাওয়া যাচ্ছিল। এই সততার জন্য অনেকে সুপারস্টার সঞ্জয় দত্তের বেশ প্রসংশাও করেন। চলচিত্র তাত্ত্বিক শুভাস কে ঝা সম্প্রতি উইঅন-এর এক লেখায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সঞ্জয় দত্তের সাহসিকতার প্রশংসা করে লেখক মন্তব্য করেছেন, আসলেই ভারতীয় উঠতি নায়িকাদের কিসের ভেতর দিয়ে যেতে হয় তা সঞ্জয় দত্তের চেয়ে আর কে ভালো জানেন? ষাটের দশক থেকেই বলিউডে নারীদের পুরুষ কর্তাব্যক্তিরা সহজলভ্য ও ভোগ্যবস্তু হিসেবে দেখতেন। এখনো বলিউডের সেই চিত্র পাল্টায়নি। পর্দার সামনে যতই লিঙ্গসমতার কথা উচ্চারিত হোক না কেন, পর্দার বাইরে নারীদের নিয়ে যেসব গল্প-কথা চালু করা হয় তাতে এটা বলাই যায় যে, বলিউডে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি একদম পাল্টায়নি। খুব দাপুটে হিরোর সঙ্গে কাজের সময়ই হিরো দেখা যায় নায়িকা নিয়ে উধাও। সেটে খুব ডাকাডাকি হলে হয়তো বলা হয়, নায়িকাকে চিত্রনাট্য বুঝিয়ে দিচ্ছেন হিরো। এই তো চলে আসবেন মিনিট চল্লিশের মধ্যেই।

download222
সঞ্জয় দত্ত ও তার মেয়ে ত্রিশালা দত্ত। ছবি : জি নিউজ নেটওয়ার্ক

চিত্রবোদ্ধাদের অনেকে মনে করেন, সেটা সম্মতিতে হলে তারা যা খুশি করুন। কিন্তু কেন অনেক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী তাদের কন্যাদের চিত্রজগতে আসতে দিতে চান না? সঞ্জয় দত্তের বেলায় বলা যায়, তার যে চলচ্চিত্র জীবন দেখে তার কন্যারা বড় হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই চাইবেন না, তার পদাঙ্ক অনুসরণ করে তার পরিবারের কেউ এই পথে আসুক।

যাক সেসব কথা, ইতোমধ্যে মিডিয়ায় বেশ আলোচিত- বলিউডের চলচ্চিত্র জগতের অন্দর মহলের খবর রাখেন এমন অনেক সাংবাদিক জানেন, চলচ্চিত্র পরিবারের কাউকে সিনেমা জগতে আসার জন্য বড় যুদ্ধটা আসলে করতে হয় পরিবারের সঙ্গে। এখানে মনে রাখতে পারেন, শাহরুখের পুত্র-কন্যাদের সিনেমায় জড়ানো নিয়ে খবর চাউর হলে তার প্রতিক্রিয়াটা কী ছিল। শাহরুখের তরফে কোনো উৎসাহব্যঞ্জক শব্দ শোনা যায়নি। যদিও মাঝে মধ্যে মিডিয়ায় উড়ো খবর প্রচারিত হয়েছে। কিন্তু সত্য হলো, তারা কেউ সিনেমা জগতে আসেননি এখনো।

joban-nawajuddin
নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কন্যা শোরা সিদ্দিকী। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

চিত্রসমালোচক শুভাস ঝা একটি মজার অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে এ বিষয়ে আলোচনার ইতি টেনেছেন। গ্যাং অব ওয়াসিপুরের মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। অনুরাগ কাসাপের অমূল্য আবিষ্কার নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাম্প্রতিক একটা ঘটনা তিনি বলেছেন। নওয়াজ সেট থেকে ডিনারের জন্য বাসায় এসেছেন। এসেই খবর পেলেন তিনি ফুটফুটে এক কন্যার জনক হয়েছেন। তিনি সদ্যজাত কন্যার ছবি তুলে চিত্রসমালোচক শুভাস ঝা-কে দেখালে শুভাসও খুশিতে বলে ওঠেন, আপনার কন্যা একদিন অনেক বড় অভিনেত্রী হবে। এই শুভাসীয় বাণী শুনে নওয়াজের মুখটা কালো হয়ে যায়। তিনি মৃদুকণ্ঠে শুধু বললেন, আমার কন্যার জন্য অন্য যে কোনো আশীর্বাদ করেন শুধু বলবেন না যে, তারও বলিউডের নায়িকাদের জন্য জীবন হবে। এটা আমি চাই না। আমার কন্যার বলিউডি জীবন দেখতে চাই না।