অবশেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ক্যাম্প ন্যুর পথে যাত্রা করলেন কৌতিনহো। তাকে দলে ভেড়াতে কাতালানদের খরচ হয়েছে ১৬০ মিলিয়ন ইউরো। বার্সা সমর্থকদের এই বহু প্রত্যাশিত দলবদল ইতোমধ্যেই জন্ম দিয়েছে বেশ কিছু প্রশ্নের।
ভালভার্দের নেতৃত্বে বার্সা যখন চমৎকার একটি সময় পার করছে তখন এই ব্রাজিলিয়ান তারকার দলভুক্তি কতটা আবশ্যক তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষকই। ইতোমধ্যেই লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার কারণে এই মৌসুমে তিনি লা লিগা এবং কোপা ভিন্ন অন্য কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ক্লাসিকোতে মাদ্রিদকে মাটিতে নামিয়ে এনে লা লিগা অনেকটাই নিশ্চিত করে ফেলছে বার্সা। অপর দিকে কোপা দে রে সে অর্থে খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা নয় যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। একই সাথে কথা উঠছে, দীর্ঘ ইনজুরির পর আরেক ব্যায়বহুল তারকা ওসমান ডেম্বেলের সুস্থ হয়ে ফিরে আসার পরেও মধ্যমাঠের আরেক তারকা কৌতিনহোর দলভুক্তির যৌক্তিকতা নিয়েও।
বিপরীত দিক থেকেও অনেকে এই মৌসুম মধ্যবর্তী দলবদলটিকে যথার্থ বলেই রায় দিয়েছেন। বার্সার মধ্যমাঠের প্রাণ ইনিয়েস্তা যুবা বয়স পার করেছেন বেশ আগেই। সামনেই ঠাসা সূচীতে ইনিয়েস্তার বিশ্রাম আবশ্যক হলে তার জায়গাটা বেশ ভালোভাবেই সামাল দিতে পারবেন জাদুর কৌটা খ্যাত কৌতিনহো। পক্ষে বিপক্ষে মত যাই থাক, কৌতিনহোর আগমণ যে বর্তমানে প্রায় নিখুত মনে হওয়া বার্সাকে আরো শক্তিশালী করে তুলবে তা হলফ করেই বলে দেয়া যায়। উল্লেখ্য যে, বার্সার জার্সি গায়ে তুলতে যাওয়া ৩০ তম ব্রাজিলিয়ান হচ্ছেন কৌতিনহো।
সমালোচকদের বাদেও বার্সা ড্রেসিং রুমেও কিছুটা বিরুপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে কৌতিনহোকে। কৌতিনহোর বার্সায় আগমন ইতোমধ্যেই অসন্তোষের দানা বেধেছে খেলোয়াড়দের মনে। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও গোলের সূত্র মতে বার্সায় কৌতিহনহোর বাৎসরিক বেতন হবে ১০.৫ পাউন্ড যা অধিকাংশ বার্সা খেলোয়াদের চেয়ে বেশী। এ ব্যাপারে পিকে অসন্তোষ প্রকাশ করলে মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হন বার্সা সুপারস্টার লিও মেসি এবং অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
ভাস্কো দা গামার যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করা কৌতিনহো খেলেছেন স্প্যানিস দল এস্পানিওল এবং ইতালিয়ান জায়ান্ট ইন্টারের হয়ে। ইন্টার থেকে মাত্র ৮.৫ মিলিয়ন পাউন্ডে তিনি যোগ দিয়েছিলেন অল রেডস শিবিরে।