ল্যাক্টালিসের পণ্য ফেরতের তালিকায় বাংলাদেশ

শিশুখাদ্যে ক্ষতিকর স্যালমনিয়া

ল্যাক্টালিসের পণ্য ফেরতের তালিকায় বাংলাদেশ

ক্ষতিকর স্যালমনিলা (Salmonella) ব্যাকটেরিয়া থাকার আশংকায় এবং ফরাসি সরকারের নিষেধাজ্ঞার জের ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের ৩০টি দেশ থেকে পিকট, মিলুমেল ও ট্যারানিস ব্র্যান্ডের কয়েক লাখ দুগ্ধজাত পণ্য প্রত্যাহার করে নিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দুগ্ধজাত পণ্যের কোম্পানী ল্যাক্টালিস।

এই বিষাক্ত উপাদান গ্রহণ করলে শুরুতে ডায়রিয়াসহ নানা রোগ দেখা দিলেও দীর্ঘ মেয়াদে লিভারে সমস্যা দেখা দেয় বলে বিশেষজ্ঞরা জানান।

ফরাসি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ল্যাক্টোলিসের ২৬টি পণ্যে তারা এই ব্যাক্টেরিয়ার উপস্থিতি চিহ্নিত করেন।

ল্যাক্টালিসের মুখপাত্র মিচেল নিলেত জানান, ৩০টি দেশে রপ্তানিকৃত এসব পণ্য ফেরৎ আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরাসি সরকারের প্রকাশিত এক তালিকায় ব্রিটেন, গ্রিস, মরক্কো, চায়না, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সৌদি আরব, সুদান, পেরু, কলোম্বিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানিকৃত ল্যাক্টালিস পণ্য প্রত্যাহার করার আহবান জানানো হয়।

ডিসেম্বরের শুরুর দিকে ল্যাক্টালিস কর্তৃপক্ষ এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে। কোম্পানিটি জানায়, তাদের ওয়েব সাইটের ত্রুটিজণিত কারণে তারা সময়মত এই তথ্যটি জানাতে পারেনি। তবে কোম্পানিটির এই তথ্য তাদের ওয়েবসাইটে পরে প্রকাশিত হওয়া সত্ত্বেও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোন মহল থেকে এ নিয়ে কোন উদ্বেগ লক্ষ্য করা যায়নি।

ল্যাক্টালিস বিশ্বের বৃহৎ দুগ্ধজাত পণ্য উতপাদকারী প্রতিষ্ঠানগুলোর একটি। ফ্রান্সের লাভাল প্রদেশে তাদের প্রধান উৎপাদন-কারখানায় প্রায় ৭৫ হাজার শ্রমিক কাজ করে। বিশ্বের ৮৫টি দেশে পণ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১৭ বিলিয়ন ডলার আয় করে থাকে।